মুম্বই: এক বছরে একের পর এক, তিন তিনটি ছবি। প্রথম দুটো বক্স অফিসে ঝড় তুলেছে। এবার অপেক্ষা তৃতীয় ছবির। এতক্ষণে পরিষ্কার, কথা হচ্ছে বলিউডের কিং খানকে (King Khan) নিয়ে। ২১ ডিসেম্বরে মুক্তি পাবে 'ডাঙ্কি' (Dunki)। রাজকুমার হিরানির সঙ্গে তাঁর প্রথম ছবি, ফলে উত্তেজনার পারদ আরও ওপরে। তবে এত ব্যস্ততার ফাঁকেও মাঝেমাঝেই তিনি 'এক্স'-এ (X) হাজির হন তাঁর মজার 'আস্ক এসআরকে' (Ask SRK) সেশন নিয়ে। বুধবারও তেমনই চলল প্রশ্নোত্তর পর্ব অনুরাগীদের সঙ্গে। সেখানেই জানালেন তাঁর ঝলমলে সুন্দর চুলের নেপথ্য কাহিনি।
শাহরুখের মজার 'আস্ক এসআরকে' পর্ব, কীভাবে অত সুন্দর চুল? জানালেন নিজেই
বুধবার 'ডাঙ্কি' ছবির প্রথম গান মুক্তির কয়েক ঘণ্টা পর নিজের 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার) হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মাতেন তিনি। সেখানেই এক অনুরাগী শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রশ্ন করেন, 'কোন সময় শাহরুখ খান সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছিলেন এবং আপনি কীভাবে নিজের স্নায়ুকে শান্ত রাখেন?' এর উত্তরে বাদশাহ বলেন, 'আমি নার্ভাস হয়েই স্নায়ুকে নিয়ন্ত্রণে রাখি... এবং সেটা একা শান্ত থেকে। একটু আধটু লেখালেখি করি এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাই।'
বয়স বাড়লেও তাঁর কাছে 'এজ ইজ জাস্ট এ নাম্বার'। ৫৮ পেরিয়েও তিনি আজও বলিউডের রোম্যান্টিক কিং। যে গান মুক্তি পেয়েছে 'লুট পুট গয়া', তাতেও শাহরুখকে ফের প্রেমে পড়তে দেখছে দর্শক। এখনও তাঁর গালে টোল, ঘন কালো চুলে মন হারান মহিলা মহল। কিন্তু এই বয়সেও কীভাবে এই ঝলমলে চুল রেখেছেন? অনেকের মনের প্রশ্ন করে ফেলেন এক অনুরাগী। এদিনের প্রশ্নোত্তর পর্বে এক ফ্যান প্রশ্ন করেন, 'আপনার এই ঘন অগোছালো চুলের রাজ কী?' এর উত্তরে তিনি জানালেন তাঁর চুলের যত্নের সিক্রেট। লেখেন, 'আমলকি, ভৃঙ্গরাজ ও মেথি মাখি চুলে'।
প্রসঙ্গত, 'ডাঙ্কি' এই বছরে শাহরুখের তৃতীয় ছবি। এবং ওই একই মাসে মুক্তি পাবে তাঁর মেয়ে সুহানা খানের প্রথম ছবি 'দ্য আর্চিস'। জোয়া আখতারের পরিচালনায় ডেবিউ করবেন সুহানা, নেটফ্লিক্সে। একে অপরের কাজে পাশে থাকেন বাবা-মেয়ে। এক অনুরাগীর উত্তরে অভিনেতা বলেন, 'সুহানা 'ডাঙ্কি' ভালবাসে, আমি 'আর্চিস' ভালবাসি। আমাদের দুজনের মধ্যে আমি মনে করি আমরা ঠিকই আছি।' রাজকুমার হিরানির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও জানান।
আরও পড়ুন: Tridha Choudhury: দীর্ঘদিন পরে বাংলা ওয়েব সিরিজে ত্রিধা, কাজ করছেন কার সঙ্গে?
'ডাঙ্কি' বলবে বন্ধুত্ব, সীমানা, বাড়ির প্রতি নস্ট্যালজিয়া ও ভালবাসার গল্প। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পন্নুকে, রয়েছেন ভিকি কৌশল, বোমন ইরানিও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।