নয়াদিল্লি: বলিউডে দীর্ঘদিন না থাকলেও কোয়ান্টিকো ৩ টিভি সিরিজ নিয়ে ফের আলোচনার শিরোনামে প্রিয়ঙ্কা চোপড়া। ওই সিরিজে সম্প্রতি শেষ হওয়া একটি এপিসোড দ্য ব্লাড অফ রোমিও-তে এক হিন্দু জাতীয়তাবাদীকে জঙ্গি হিসেবে দেখানো হয়েছে, তাকে আবার ধরছেন খোদ প্রিয়ঙ্কা। এ নিয়ে এ দেশে বিরাট সমালোচনার মুখে পড়েছে টিভি সিরিজটি। চাপের মুখে নির্মাতা সংস্থা এবিসি ক্ষমা চাইতে বাধ্য হয়েছে।
এমনিতে এই সিজনের পরেই বন্ধ হয়ে যাবে কোয়ান্টিকো, খোদ আমেরিকাতেই এর টিআরপির অবস্থা মোটেই ভাল নয়। এর মধ্যে এই নবতম বিতর্কে টিআরপি আরও পড়েছে, বহু মানুষ কোয়ান্টিকো-কে ওয়ান স্টার রেটিং দিয়ে খারাপ রিভিউ লিখে এসেছেন। দেশেও প্রিয়ঙ্কার চূড়ান্ত সমালোচনা চলছে, প্রশ্ন উঠেছে, যাঁরা তাঁকে আজকের ‘প্রিয়ঙ্কা’ বানিয়েছেন, তাঁদের এভাবে অপমান তিনি করলেন কী করে! দেখুন বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিংহর টুইট
[embed]https://twitter.com/AsliShotgun/status/1004069481545494529?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fabc-issues-apology-statement-after-priyanka-chopras-quantico-receives-flak-from-indians-882831[/embed]
পরিস্থিতি দেখে প্রিয়ঙ্কাকে বাঁচাতে আসরে নেমেছে এবিসি। ওই এপিসোডের জন্য ক্ষমা চেয়ে তারা বলেছে, প্রিয়ঙ্কা না পরিচালক, না গল্প লেখক। ওই এপিসোডে যা দেখানো হয়েছে তাতে তাঁর কোনও হাত নেই। কোয়ান্টিকো একটি ফিকশন সিরিজ, মানুষের আবেগকে আহত করার কোনও উদ্দেশ্য তাদের ছিল না।
প্রিয়ঙ্কা কোয়ান্টিকো সিরিজে এফবিআই এজেন্ট অ্যালেক্স প্যারিসের ভূমিকায় অভিনয় করছেন। দ্য ব্লাড অফ রোমিও এপিসোডে দেখানো হয়েছে, নিউ ইয়র্কে জঙ্গি হামলার ছক কষায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে, অ্যালেক্সের সহকারী বলছে, সে পাকিস্তানি। তখন অ্যালেক্স ওরফে প্রিয়ঙ্কা বলছেন, ও পাকিস্তানি নয়, গলায় রুদ্রাক্ষের মালা, এ ভারতীয় জাতীয়তাবাদী। এ পাকিস্তানকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার তীব্র সমালোচনা হয়েছে। তবে সব ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেও এ ব্যাপারে মুখে পুরোপুরি কুলুপ এঁটেছেন প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কার কোয়ান্টিকো-য় ভারতীয়দের জঙ্গি হিসেবে দেখানো হয়েছে, চাপের মুখে ক্ষমা চাইল প্রযোজক সংস্থা
ABP Ananda, Web Desk
Updated at:
09 Jun 2018 08:58 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -