কলকাতা: তিনি গানের জন্য গোটা বিশ্বেই বেশ জনপ্রিয়। কয়েক দশক ধরে রুপোলি পর্দা থেকে শুরু করে বিভিন্ন সিঙ্গলস্ অ্যালবাম.. তাঁর গান বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তিনি যে গানের জন্যই ট্রেন্ড করবেন এটাই তো স্বাভাবিক। তবে হঠাৎই তিনি ট্রেন্ড করছেন অন্য এক কারণে। নাহ্ ভারতে নয়, মিশরের ইজিপ্টে! ব্যাপারটা ঠিক কী?
বিষয়টা প্রকাশ্যে আসে গোটা বিষয়টা সঙ্গীতশিল্পী নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার পর থেকে। অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijeet Bhattacharya)। মুম্বইবাসী এই সঙ্গীতশিল্পী কিন্তু আদতে বাঙালি। হঠাৎ, কয়েক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় চারটি ছবির একটি কোলাজ পোস্ট করে নেন অভিজিৎ। সেখানে তাঁর দুটো ছবি নিজের। কিন্তু অন্য দুটি ছবি? নাহ... অভিজিতের মতো দেখতে হলেও তিনি অভিজিৎ নন, তিনি মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক।
মিশরের নেটিজেনরাই নাকি মিল খুঁজে বের করেছেন অভিজিৎ ও প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের মুখের। আর সেই কারণেই, দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিভিন্ন বিষয় লিখতে থাকেন নেটিজেনরা। আর সেটা করতে করতেই, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিজিৎ ভট্টাচার্য্য। বিষয়টা প্রথমটা বিশ্বাস করতে চাননি খোদ শিল্পীও। পরে অবশ্য গোটা বিষয়টাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিজিৎ। শুধু তাই নয়, তিনি মজা করে লেখেন, 'আমার ইজিপ্টের অনুরাগীরা.. খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।'
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা প্রথমে অবাকই হয়েছিলেন এই দুটি মানুষের অদ্ভূত মুখের মিল দেখে। তবে অভিজিৎ নিয়মিত চশমা পরেন, প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারক অবশ্য চশমার ব্যবহার করেন না। গোটা বিষয়টাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। বিভিন্ন অনুরাগীরা বিভিন্ন মন্তব্য করেছেন এই ছবিটিতে। কমেন্টেও পরে অভিজিৎ লিখেছেন, 'মিশরের ইজিপ্টে আমার যারা পরিবার রয়েছেন, বন্ধু রয়েছেন, তাঁদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।