মুম্বই: ফের অশান্তি অভিষেক-ঐশ্বর্যর সংসারে! তবে এবার স্বামী-স্ত্রীর ইগো ক্ল্যাশ বা শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের মনোমালিন্য নয়। এবার অভি-অ্যাশের অশান্তির কারণ তাঁদের সন্তান আরাধ্যা।
সূত্রের দাবি, অভিষেক চান মেয়ে সিনেমায় কাজ করুক, কিন্তু জুনিয়র বচ্চনের এই সিদ্ধান্তেই ঘোরতর আপত্তি মা অ্যাশের। একটি ওয়েব পোর্টালে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ছোট বয়স থেকেই শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করুক আরাধ্যা, চান অভিষেক। কারণ, তিনি মনে করেন, এখন থেকে কাজ শুরু করলে, সময়মতো একজন দক্ষ শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করবে মেয়ে। কিন্তু স্বামীর এই সিদ্ধান্তের সঙ্গে মোটেই সহমত নন অ্যাশ। তিনি মনে করেন এত ছোট বয়সে গ্ল্যামার দুনিয়ার সংস্পর্শে আসা মোটেই ঠিক হবে না। এরপর জুনিয়র বচ্চন সিদ্ধান্ত নেন, আরাধ্যা তাই করবে, যেটা তার ইচ্ছে হবে।
এরপর অভিষেক জানান, শৈশবে তাঁকে তাঁর জীবনের সিদ্ধান্ত নিতে স্বাধীনতা দিয়েছিলেন তাঁর বাবা-মা। এবার তিনিও তাঁর সন্তানকে সেই সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিতে চান বলে জানিয়েছেন।
তবে আপাতত সংসারে ঝগড়া হলেও, খুব শীঘ্রই একসঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করতে চলেছেন অ্যাশ-অভি ‘গুলাব জামুন’ ছবিতে। ছবিটি প্রযোজনা করছেন অনুরাগ কাশ্যপ।
আরাধ্যাকে সিনেমায় নামাতে চান অভিষেক, নারাজ অ্যাশ, দ্বন্দ্ব চরমে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2017 04:21 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -