কলকাতা: বারে বারেই প্রকাশ্যে এসেছে অভিষেক বচ্চন (Abhishek Bachchan) আর ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এর বিচ্ছেদের জল্পনা। কখনও শোনা গিয়েছেন, মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি আলাদা থাকছেন ঐশ্বর্য্য, আবার কখনও বচ্চন বধূ নিজেই যাবতীয় জল্পনায় জল ঢেলেছেন সিঁথি ভরা সিঁদুর পরে। প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন অভিষেক বচ্চন। সুজিত সরকারের 'আই ওয়ান্ট টু টক' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিষেক। কিন্তু তাঁর কেরিয়ারের বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে, পাশে ছিলেন না স্ত্রী ঐশ্বর্য্য আর মেয়ে আরাধ্যা। এই পরিস্থিতিতে ফের একবার তাঁদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল বটে, তবে নিজের বক্তব্যের মাধ্যমে যেন সবাইকে একেবারে চুপ করিয়ে দিলেন অভিষেক।
জীবনের প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে, সেই পুরস্কার স্ত্রী ঐশ্বর্য্য ও মেয়ে আরাধ্যাকে উৎসর্গ করতে চাইলেন অভিষেক। তাঁর মতে, ঐশ্বর্য্য আর আরাধ্যা যে ত্যাগ স্বীকার করেছে, তার ফলেই আজ এই পুরস্কার জিততে পেরেছেন অভিষেক। প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হাতে নিয়ে আবেগপ্রবণ অভিষেক। তিনি বলেন, 'ঐশ্বর্য্য আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ তোমরা আমায় বাইরে বেরোতে দিয়েছো, আমার স্বপ্নগুলোকে সত্যি করতে দিয়েছো। আমার স্বপ্নের পথে আমায় হাঁটতে দিয়েছো। এই পুরস্কারটা আমি যে জিতেছি, এর পিছনে রয়েছে তোমাদের অনেক ত্যাগ স্বীকার। তোমরা অনেক ত্যাগ না করলে হয়তো আজ এই পুরস্কারটা আমার হাতে থাকত না।'
পাশাপাশি অভিষেক আরও বলেন, 'আমি আমার এই অ্যাওয়ার্ডটা আমার জীবনের ২ জন বিশেষ গুরুত্বপূর্ণ মানুষকে উৎসর্গ করতে চাই। এই সিনেমাটা একজন বাবা আর এক মেয়ের গল্প নিয়ে। আমি এই অ্যাওয়ার্ডটা উৎসর্গ করতে চাই, আমার জীবনের এক হিরো, আমার বাবাকে। আরেক হিরো, আমার মেয়ে, আরাধ্যাকে। অনেক ধন্যবাদ। আমি বোঝাতে পারব না এই অ্যাওয়ার্ডটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।' অভিষেক আরও বলেন, 'ইন্ডাস্ট্রিতে আমার ২৫ বছর হল। আপনাদের বলে বোঝাতে পারব না, কতবার আমি অভ্যাস করেছি যে, যদি ফিল্মফেয়ারে সেটা অভিনেতার পুরস্কার জিতি, তাহলে ঠিক কী কী বলব। এটা আমার কাছে একটা স্বপ্নকে ছুঁয়ে ফেলার মতো। আমি যে কতটা আবেগপ্রবণ হচ্ছি, তা আপনাদের বলে বোঝাতে পারব না। এটা আমার কাছে স্বপ্নের মতো। আর আমার পরিবারের সামনে এই অ্যাওয়ার্ড হাতে নেওয়াটা আমার কাছে আরও সম্মানের।'