মুম্বই: ২ নাতনিকে অমিতাভ বচ্চন যে চিঠি লিখেছেন, তা নিয়ে বলিউডের চায়ের কাপে তুফান এখনও থামেনি। অনেকেরই প্রশ্ন, অমিতাভ ওই চিঠিতে তাঁর পরিবারে পুরুষদের অবদান নিয়ে বিশদে লিখেছেন কিন্তু মেয়েদের অবদান সম্পর্কে টুঁ শব্দটিও করেননি কেন। এ নিয়েই টুইটারে মন্তব্য করেন নামি কমেডিয়ান অদিতি মিত্তল। তিনি লেখেন, ঐশ্বর্যাকে আগে একটা গাছকে বিয়ে করতে হয়, যাতে তিনি একটা পাথরকে বিয়ে করতে পারেন (অভিষেক তো অভিনয় করতে পারেন না, তাই না?)


২০০৭-এ ঐশ্বর্যা-অভিষেকের যখন বিয়ে হয়, তখন খবর হয়, ঐশ্বর্যার গ্রহদোষ কাটাতে আগে তাঁকে একটি গাছকে বিয়ে করতে বাধ্য করে বচ্চন পরিবার। যদিও এই তথ্য তারা কখনওই স্বীকার করেনি। কিন্তু অভিনয়ের কেরিয়ার যতই নড়বড়ে হোক, টুইটারে অদিতি মিত্তলের সমালোচনার জবাব দিতে দেরি করেননি জুনিয়র বি। অভিষেক লেখেন,


অভিষেকের এই ‘কুল’ রিপ্লাই হাজির জবাব কমেডিয়ানকেও চুপ করিয়ে দেয়। অদিতি স্বীকার করতে বাধ্য হয়, রক নন, অভিষেক প্রকৃতই রকস্টার!


তারপর তাঁদের আলোচনা শুরু হয় ‘গাছের সঙ্গে বিয়ে’-র প্রসঙ্গ নিয়ে।




সংবাদমাধ্যমে প্রকাশিত গল্পটি অস্বীকার করেন অভিষেক। দেখুন তাঁর অসামান্য জবাব।


শেষমেষ হার মানেন মিত্তল। তাঁর টুইটেই সেটা স্পষ্ট।


তাই বলছিলাম, সিনেমা লাইনে এখনও তেমন কিছু করতে না পারলেও জুনিয়র বচ্চনের কিন্তু জবাব নেই। ঐশ্বর্যার বিয়েটা এমন কিছু ‘খারাপ’ হয়নি।