মুম্বই: সময়টা ২০০০ সালের একেবারে শুরুর দিক। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, বলিউডের দুই তারকা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং করিশ্মা কপূর (Karishma Kapoor) বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তার আগে তাঁদের সম্পর্ক নিয়েও নানা আলোচনা হতে থাকে। জানা যেত বেশ কয়েক বছর তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কেও ছিলেন। কিন্তু সবাই চমকে যায়, যখন জানা যায়, দুই তারকার সম্পর্ক ভেঙে গিয়েছে। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও ওই বছরেরই শেষের দিকে দুজনের সম্পর্ক ছেদ হয়। শুধু তাই নয়, পরবর্তীকালে তাঁরা অন্য অন্য ব্যক্তির সঙ্গে বিবাহিত জীবন শুরু করেন। বি টাউনে এই প্রসঙ্গে গুঞ্জনের অভাব নেই। নানা লোকে নানা কথা বলে। সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড ছবি নির্মাতা সুনীল দর্শন জানান যে, শুধু বিয়ে ঠিক হওযাই নয়, অভিষেক এবং করিশ্মার বাগদানও নাকি হয়ে গিয়েছিল। দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণও জানান তিনি।


কেন ভেঙে গিয়েছিল অভিষেক বচ্চন এবং করিশ্মা কপূরের সম্পর্ক?


পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন অভিষেক বচ্চন এবং করিশ্মা কপূর। 'হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া' ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। সম্প্রতি ছবি নির্মাতা সুনীল দর্শন এই প্রসঙ্গে বলেন, 'এখানে কোনও গুঞ্জনের অবকাশ নেই। এই খবর একেবারেই সত্যি। ওরা দুজনে সম্পর্কে ছিল। আর ওদের বিয়েও হত। আমরা সকলেই ওদের বাগদানে গিয়েছিলাণ। আমিও এর একটা অংশ ছিলাম। কপূর বোনেরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ববিতা জির জন্য। 'হাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া' ছবির পর আর কোনও ছবিতে একসঙ্গে কাজ করেননি অভিষেক - করিশ্মা।'


আরও পড়ুন - Alia Bhatt: মা হওয়ার পর প্রথমবার মুখ দেখালেন! এ কেমন দেখতে লাগছে আলিয়াকে?


তিনি আরও বলেন, 'ওরা যেন একে অপরের জন্যই তৈরি হয়েছিল, এমন মনে হয়। অভিষেক অত্যন্ত মিষ্টি ছেলে। লোলোও খুব ভালো মানুষ। কিন্তু ভাগ্য সকলের সহায় হয় না। অন্য কিছু ব্যক্তির কারণে ওদের নাগাড়ে ঝগড়া হতে শুরু করে। আর তারপর বিচ্ছেদ হয়ে যায়।'


প্রসঙ্গত, বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সবসময়েই তাঁর মতামত নিয়ে স্পষ্টবাদী। সিনেমা নিয়েও তাঁর মতামত জানাতে তিনি পিছপা হন না। কিছুদিন আগে তিনি বলেন, 'কোন ভাষায় সিনেমা তৈরি হচ্ছে তা কখনওই প্রধান বিষয় নয়। কারণ গোটা দেশের সকল সিনেপ্রেমী কোন ইন্ডাস্ট্রিতে সিনেমা তৈরি হচ্ছে না ভেবে সিনেমা নিয়ে বেশি আগ্রহী।' সিনেমার 'প্যান ইন্ডিয়া' খ্যাতি প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমি এই শব্দবন্ধে বিশ্বাসই করি না। এর আদতে মানে কী? এই কথা কি আমরা অন্য কোনও ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করি? একেবারেই না। আমরা একটা বিশাল বড় সিনেমা দেখতে ভালবাসা জনগোষ্ঠী এবং আমরা আমাদের কাজ ভালবাসি। কোন ভাষায় সেটা বানানো হচ্ছে তা কখনও প্রধান হয়ে ওঠেনি।'