কলকাতা: একের পর এক তাঁর পারফর্মম্যান্স প্রশংসিত হচ্ছে বড়পর্দায়। এনে দিচ্ছে একাধিক অ্যাওয়ার্ডও। আর এবার, মঞ্চ থেকেই প্রথমবার বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। তাঁর ও ঐশ্বর্য্য রাই বচ্চনের বিবাহিত জীবন নিয়ে তোলপাড় গোটা বলিউড। শোনা যাচ্ছে তাঁদের সম্পর্কে নাকি চিড় ধরেছে? তবে এবার অভিষেক নিজেই বললেন, তিনি নাকি ঐশ্বর্য্যের কথা মতোই চলেন?
অভিষেক ও ঐশ্বর্য্যের সম্পর্কের গুঞ্জন নতুন করে শুরু হয় অম্বানি পরিবারের বিয়ের থেকে। রাধিকা মার্চেন্ট আর অনন্ত অম্বানির বিয়েতে আলাদা এসেছিলেন অভিষেক আর ঐশ্বর্য্য। মেয়েকে নিয়ে একাই এসেছিলেন ঐশ্বর্য্য। অন্যদিকে বাবা মা ও দিদির সঙ্গে এসেছিলেন অভিষেক। এই আলাদা আসা নজর এড়ায়নি কারও। সেই থেকেই নতুন করে শুরু হয়েছিল গুঞ্জন। তবে কি চিড় ধরেছে সম্পর্কে? আলাদা থাকছেন এই তারকা দম্পতি? এরপরে আরাধ্যার জন্মদিনের পার্টিতেও দেখা গেল না অভিষেককে।
একটি অ্যাওয়ার্ড শো-তে অভিষেককে প্রশ্ন করা হয়, তিনি কীভাবে পরের পর এত ভাল পারফরম্যান্স করে চলেছেন? অভিষেক বলেন, 'খুব সহজ। আমি কেবল পরিচালক যা যা বলেন, তাই তাই করি। চুপ চাপ কাজ করে বাড়িতে চলে আসি।' অভিষেকের এই উত্তরকে সঞ্চালক তুলনা করেন স্ত্রীর কথা শোনার সঙ্গে। মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, 'প্রত্য়েক বিবাহিত পুরুষকেই তাই করতে হয়। স্ত্রী -এর সমস্ত কথা শুনতে হয়।
প্রসঙ্গত, 'আই ওয়ান্ট টু টক' ছবিটি ইতিমধ্যেই বেশ প্রশংসিত হচ্ছে। প্রশংসা পাচ্ছে অভিষেকের অভিনয়ও। এই ছবি মূলত এক বাবা ও মেয়ের সম্পর্কের সমীকরণের ওপরেই তৈরি। আর এই ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি বারে বারে আবেগে ভেসে গিয়েছেন অভিষেক। তাঁর বারে বারে মনে পড়েছে আরাধ্যার কথা। সেই কথা তিনি ভাগ করে নিয়েছিলেন পরিচালকের সঙ্গেও। তিনি যে আরাধ্যাকে মিস করছেন, সেই কথাও বলেছেন পরিচালক সুজিতকে। পরিচালকের কথায়, 'আমিও একটি মেয়ের বাবা। আমারও মেয়ে রয়েছে। আমি জানি কিছু কিছু সময় কেমন হয়।'
আরও পড়ুন: Aditi and Siddharth: বিদেশ নয়, কেন রাজস্থানের আলিলা ফোর্টেই বিয়ে করলেন অদিতি আর সিদ্ধার্থ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।