কলকাতা: বিশেষভাবে সক্ষম মহিলা ক্রিকেটারের ভূমিকায় এবার সাইয়ামি খের। আর কোচের ভূমিকায় অভিষেক বচ্চন। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে 'ঘুমার'। তাই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। এই ছবিতে একটি বিশেষ ভূমিকার অভিনয় করতে চলেছেন শাবানা আজমি। 


আর বাল্কি পরিচালিত এই ছবি মূলত ঘুমার একজন মহিলা ক্রিকেটারের গল্প, যিনি  কোনও এক দুর্ঘটনায় আহত হওয়ার পরেও নিজের স্বপ্নকে তাড়া করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এবং বাম হাতে খেলতে শেখতে শুরু করেন। অভিষেক বচ্চন এমন এক কোচের ভূমিকা অভিনয় করছেন, যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। শাবানা আজমি এই ছবিতে সাইয়ামি খেরের দাদির ভূমিকায় অভিনয় করেছেন। এর পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অঙ্গদ বেদীকেও। উল্লেখ্য়, একটি ছোট চরিত্রে এই ছবিতে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও। আগামী ১৮ই আগস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।


বিগ বি এবং আর বাল্কি একে অপরের সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ্য়। নির্মাতার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন এই মেগা তারকা। 'কি অ্যান্ড কা' (২০১৬), 'প্যাড ম্যান' (২০১৮) এবং চুপ (২০২২) এর মতো চলচ্চিত্রগুলিতে তাঁর বিশেষ চরিত্রে অভিনয় ছবিগুলিতে আলাদা মাত্রা দিয়েছে। প্রসঙ্গত, অভিষেক বচ্চন ইতিমধ্যেই আর বাল্কির সঙ্গে এর আগে 'পা' (২০০৮) ছবিতে কাজ করেছিলেন।


আরও পড়ুন...


পুজোর ঘরে এই ভুলগুলি করবেন না, পরিবারে নেমে আসতে পারে দারিদ্র, অশুভ পরিবেশ !


 উল্লেখ্য়. প্রেক্ষাগৃহে মুক্তির আগে ঘূমের অস্ট্রেলিয়ায় এর প্রিমিয়ার হবে। এটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM) এর উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে নির্বাচিত হয়েছে যা ১১ আগস্ট থেকে শুরু হবে।


প্রসঙ্গত, কিছুদিন আগে, বিতর্ক শুরু হয়েছিল অভিষেক বচ্চনের একমাত্র কন্য়া আরাধ্যা বচ্চন সম্পর্কে ভুয়ো খবর রটানো নিয়ে। দিল্লি হাইকোর্টের (Delhi Highcourt) দ্বারস্থও হয়েছিলেন আরাধ্যা। ১১ বছরের মেয়ে আরাধ্যা সম্প্রতি এক ইউটিউব ট্যাবলয়েডের (YouTube Tabloid) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। আরাধ্যার স্বাস্থ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে।আরাধ্যার দায়ের করা পিটিশনে ১০টি সংস্থাকে তাঁর সম্পর্কে "সকল ভিডিও ডি-লিস্ট এবং নিষ্ক্রিয়" করতে বলা হয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial