আরাধ্যাকে ৭ বছরের জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানালেন বাবা অভিষেক বচ্চন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Nov 2018 04:16 PM (IST)
নয়াদিল্লি: আজ অভিষেক-ঐশ্বর্য রাই বচ্চনের মেনে আরাধ্যার সাত বছরের জন্মদিন। মেয়ের জন্মদিনে হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট লিখেছেন অভিষেক। মেয়েকে বচ্চন পরিবারের গর্ব এবং আনন্দের অন্যতম কারণ হিসেবে বর্ণনা করেছেন গর্বিত বাবা। শুধু তাই নয়, তাঁদের মেয়ে যেন সবসময় সদা হাস্যময় থাকতে পারেন, সেটাও প্রার্থনা করেছেন জুনিয়র বচ্চন। ২০০৭ সালে অভি-অ্যাশের বিয়ে, ২০১১ সালে আরাধ্যার জন্ম।