কলকাতা: 'আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি অনুরোধ করছি আমায় ও আমার মেয়ে সাইনাকে এই কঠিন সময়ে একটু একা ছেড়ে দিন। অনুরোধ করছি, দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না।' সোশ্যাল মিডিয়ায় লম্বা স্টেটাস। বিস্তারিত লেখা। লেখিকা সংযুক্তা চট্টোপাধ্যায়। প্রোফাইলটি অবশ্য সদ্য় প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee)। 


গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিষেক। বাংলা সিনেমা যখন তলানিতে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালের সঙ্গে হাতে হাত মিলিয়ে ছবির হাল ধরেছিলেন অভিষেক। অভিনয় করেছেন একাধিক বাংলা ছবি ও ধারাবাহিকে। কিন্তু তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন গুজব। অনেক জায়গাতেই বলা হয়, কাজ না পাওয়ার কষ্টে গুমরে থাকতেন অভিষেক। অনেক সময় বলা হয়, টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের জন্যই নষ্ট হয়েছিল অভিষেকের কেরিয়ার। অনেক জায়গাতেই লেখা হয়েছে, অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের আর্থিক সাহায্য দরকার।


সংযুক্তার বক্তব্য


আজ অভিষেকের প্রোফাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তাঁর স্ত্রী সংযুক্তা। সেখানে তিনি লিখেছেন, 'আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী। আমি অনুরোধ করছি আমায় ও আমার মেয়ে সাইনাকে এই কঠিন সময়ে একটু একা ছেড়ে দিন। অনুরোধ করছি, দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না। অভিষেক তাঁর পরিবারকে আর্থিকভাবে সক্ষম ও সুরক্ষিত অবস্থাতেই রেখে গিয়েছেন। ওঁর পরিবারই ওর জন্য সব ছিল। ওর চলে যাওয়ার পরেও যাতে আমাদের কোনওরকম সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই ব্যবস্থাও করে গিয়েছেন উনি।'


আরও পড়ুন: কাঁচা বাদাম গানে কোমর দোলালেন মাধুরী দীক্ষিত, মুহূর্তে ভাইরাল ভিডিও


'জীবনে খুব নীতিবোধ ছিল অভিষেকের। কোনোদিন কারও কাছে সাহায্যের জন্য হাত পাতেনি। ওঁর মৃত্যুর পরেও আমার উচিত ওঁর নীতিকে সম্মান জানানো। আমি নিজে একটি চাকরি করি। অনেক জায়গায় গুজব ছড়ানো হয়েছে, অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন। আমি এই কথাটা স্পষ্ট করে জানাতে চাই, অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের কোনওরকম আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। এই সংক্রান্ত রটা সমস্ত খবর মিথ্যে। এই ধরণের খবরে ওঁর আত্মা শান্তি পাবেন না। নীতিবোধ সম্পন্ন একজন মানুষের সম্পর্কে এই ধরণের খবর রটানো বন্ধ করুন। অনুরোধ করছি।'


শেষে সংযুক্তা ধন্যবাদ জানিয়েছেন কঠিন সময়ে পাশে থাকার জন্য। 


">