কলকাতা: মেয়ে সাইনার জন্মদিন। সোমবার যথারীতি পার্টির আয়োজন করা হয়েছিল পরিবারের তরফে। সেখানে কেকে ছুরি চালল ১২ বছরের সাইনা। পাশে রইল বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের ছবি। আর ছবিতে অভিষেক যে শার্ট পরে রয়েছেন, সেই শার্টই দেখা গেল মা সংযুক্তার গায়ে।
অভিনেতা অভিষেককে স্মরণ করতে তাঁরই পোশাক পরে পার্টিতে হাজির হলেন স্ত্রী সংযুক্তা। তাঁর গায়ে অভিষেকের সাদা কালো শার্ট। মায়ের মধ্যেই যেন বাবাকে খুঁজে পায় ছোট্ট 'ডল' সেই চেষ্টাই করছেন সংযুক্তা। অভিষেক নেই, এ কথা যদিও মানতে নারাজ সংযুক্তা। তাঁর দাবি, তিনি এবং সাইনা প্রতি মুহূর্তে তাঁদের সঙ্গে, তাঁদের মধ্যে প্রয়াত অভিনেতা আছেন। তাই তাঁরা সারা ক্ষণ অভিষেকের ছবি সঙ্গে রাখেন।
গত ১১ এপ্রিল ফের অফিসে যোগদান করলেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। অভিষেকের সঙ্গে নিজের ল্যাপটপের সামনে বসা একটি ছবি কোলাজ করে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'সংযুক্তার তরফ থেকে, অভিষেককে নিজের মধ্যে নিয়ে ও ওঁর আশীর্বাদের সঙ্গে আজ থেকে ফের অফিস শুরু করলাম। আপনাদের সকলের থেকে শুভেচ্ছা চাইছি - আমার জন্য এটা নতুন অধ্যায় এবং আমি সাইনার (ডল) জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা হয়ে উঠতে চাই এবং কর্মক্ষেত্রে সফল নারী হতে চাই। আমি জানি, আমরা (অভি ও আমি) গন্তব্যে পৌঁছব এবং অভির স্বপ্ন পূরণ করব।'
অভিষেক চট্টোপাধ্যায়ের প্রোফাইল ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন পোস্ট করেছেন সংযুক্তা। দিন কয়েক আগে মেয়ে 'ডল'-এর বয়ানে তিনি লেখেন কয়েক লাইন। সেখানে লেখা ছিল, 'প্রিয় বাবা, সপ্তম শ্রেণীতে আজ আমার প্রথম দিন। উপস্থিতি আর আশীর্বাদ আজ খুব জরুরী ছিল। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে রয়েছো। তোমার ভালোবাসার, ডল।'
এরপরে নিজের তরফ থেকে কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন সংযুক্তা। তিনি বলেছেন, 'আমাদের ডল আজ থেকে সপ্তম শ্রেণীতে ক্লাস শুরু করল। সবাই তাঁকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। সংযুক্তা।'