'অভিনয়ের থেকেও কঠিন দর্শকদের প্রতিক্রিয়া গ্রহণ করা', বলছেন 'অপরাজিত'-র আবীর

ক্যামেরায় চোখ রেখেছেন আবীর চট্টোপাধ্যায়, সামনেই সাদায় কালোয় কাশবন। অনীক দত্ত পরিচালিত নতুন ছবি 'অপরাজিত'-র পোস্টারের ঝলক মনে করিয়ে দিচ্ছে সত্যজিৎ রায়ের কথা।

Continues below advertisement

কলকাতা: ক্যামেরায় চোখ রেখেছেন আবীর চট্টোপাধ্যায়, সামনেই সাদায় কালোয় কাশবন। অনীক দত্ত পরিচালিত নতুন ছবি 'অপরাজিত'-র পোস্টারের ঝলক মনে করিয়ে দিচ্ছে সত্যজিৎ রায়ের কথা। কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে রুপোলি পর্দায় তাঁর জীবনী তুলে ধরবেন পরিচালক। মুখ্য ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সায়নী ঘোষকে।

Continues below advertisement

পুজোর আগে শ্যুটিং হবে ছোট্ট একটা অংশের। বাকি অংশের শ্যুটিং হবে নভেম্বরে। সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় ঠিক কতটা গুরুত্বপূর্ণ আবীরের জন্য? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'অপরাজিত ঠিক সত্যজিৎ রায়ের বায়োপিক নয়। তবে এমন একটা মানুষকে শ্রদ্ধা জানিয়ে ছবি করছি, যিনি আমাদের কাছে আরাধ্য দেবতার মত। কেবল বাঙালি নয়, যাঁরা বই ভালোবাসেন, যাঁরা সিনেমা ভালোবাসেন, গান ভালোবাসেন, তাঁরা সত্যজিৎ রায়ের ভক্ত। আমার কাছেও এই প্রোজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা সবাই মানুষটাকে খুব ভালোবাসি বলেই ওনাকে নিয়ে এতটা সংবেদনশীল। সবাই কাজটার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি জানি। আর এটাও জানি, মানুষ এই ছবিটা নিয়ে কতটা কড়া হবেন। সত্যজিৎ রায়কে দেবতার মতো পুজো করেন অনেকেই। তাঁর ব্যাপারে মানুষ খুঁতখুঁটে হবেন এটাই স্বাভাবিক। আমি সেই সমস্ত কথা ভেবেই নিজেকে তৈরি করছি। তবে অভিনয়ের থেকেও আমার কাছে আরও বেশি চ্যালেঞ্জিং দর্শকদের থেকে ভালো-খারাপ সবরকমের প্রতিক্রিয়া শোনাটা। সেটার জন্যও নিজেকে তৈরি করছি।'

'অপরাজিত'-র বেশ কিছুটা অংশের শ্যুটিং হবে সাদা কালোয়। নতুন ছবি নিয়ে পরিচালক অনীক দত্ত এবিপি লাইভকে বলছেন, 'আমার ছবির বেশ কিছু অংশে এর আগেও সাদা-কালো প্রাধান্য পেয়েছে। ভূতের ভবিষ্যতের কিছু অংশও সাদা কালোয় ছিল। এই ছবিটা করার আগে বাবুদার (সন্দীপ রায়) থেকে অনুমতি নিয়েছিলাম। এটা ঠিক সত্যজিৎ রায়ের বায়োপিক নয়। চরিত্রের নামগুলো বদলানো হয়েছে। সেইসঙ্গে কিছুটা কল্পনাও করে নেওয়া হয়েছে। সেসময় ঠিক কী কী ঘটনা ঘটতে পারে তার ওপর ভিত্তি করেই এগিয়েছে চিত্রনাট্য। তবে রঙিন অংশ থাকলেও ৮০ শতাংশই হবে সাদা কালোয়। আর বাকি চমক দর্শকদের জন্যই তোলা থাক।'

Continues below advertisement
Sponsored Links by Taboola