কলকাতা: সদ্য মা হয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান। কোলে এসেছে ছোট্ট ঈশান। কিন্তু বার্থ সার্টিফিকেটে বাবার নাম রাখতে চাননি তারকা সাংসদ। ঈশান পিতৃপরিচয় নিয়ে জল্পনার মধ্যেই অভিনেত্রীর পাশে দাঁড়ালেন অপর তারকা সাংসদ, অভিনেতা দেব। এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নুসরতকে নিজের শর্তে বাঁচার বার্তা দিলেন তিনি।


সন্তানের বাবার নাম প্রকাশে অনিচ্ছুক নুসরতের সিদ্ধান্ত নিয়ে যখন দ্বিধাবিভক্ত নেটিজেনরা, তখন সহকর্মীর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন দেব। বললেন, 'ঈশানের জন্মের পর নুসরতের সঙ্গে আমার কথা হয়েছে। এটা ওর ব্যক্তিগত বিষয়। নুসরত বুদ্ধিমতী। উনি খুব ভালো বোঝেন কোনটা ঠিক আর কোনটা ভুল। নুসরত নিশ্চয়ই কিছু ভালো ভেবেই নিজের জীবন নিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে। এবার আমাদের মেনে নিতে হবে বিষয়টা। নুসরতের কোলে ঈশান এসেছে, এবার ওঁকে জীবনটা ওঁর নিজের শর্তে বাঁচতে দিন। সেটা যশ (যশ দাশগুপ্ত) হোক বা অন্য কেউ। তাঁদের জীবনের সিদ্ধান্ত নিজেদের মুখে জানানোর সময় ও সুযোগ দিন। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। নুসরত সাংসদ অভিনেত্রী বলে কী ওর ব্যক্তিগত জীবন থাকতে পারে না?'


অন্যদিকে আজ এবিপি লাইভকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঈশানকে নিয়ে প্রথমবার মুখ খোলেন যশ দাশগুপ্ত। ছোট্ট ঈশানের সঙ্গে হামেশাই সময় কাটাচ্ছেন অভিনেতা। খুদেকে কী নামে ডাকছেন তিনি? প্রশ্নের উত্তরে যশ বললেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'


গত শনিবার পুরসভায় গিয়ে একসঙ্গে ভ্যাকসিন নিয়েছেন যশ ও নুসরত। ঈশানের জন্মের শংসাপত্রেও কেবল নিজের নামই রেখেছেন নুসরত জাহান। তিনি চান, ছোট্ট ঈশান বড় হোক মায়ের পরিচয়েই। অন্য়দিকে একটি অনুষ্ঠান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুসরত বলেছিলেন, 'যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি।' সন্তানের পিতৃপরিচয় তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, 'বাবা কে তা বাবাই জানে।'