কলকাতা: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-র প্রথম ছবির নায়িকা তিনি। মৃণাল সেনের (Mrinal Sen)-এর হাত ধরে রুপোলি পর্দার দর্শক পেয়েছিলেন মমতাশঙ্কর (Mamata Shankar) ও মিঠুনের জুটিকে। সেই মৃগয়া (Mrigoya) থেকে পায়ে পায়ে প্রজাপতি (Projapoti)... মমতা-মিঠুন বার বার তাঁদের অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন দর্শকদের। সহ অভিনেতা, বন্ধুর জন্মদিনে, এবিপি লাইভের (ABP Live) মাধ্যমে বার্তা পাঠালেন মমতাশঙ্কর। 


রাত ফুরোলেই জন্মদিন 'ডিস্কো ডান্সার'-এর। মমতাশঙ্কর বলছেন, 'মিঠুন কখনোই নিজের জন্মদিন উদযাপন করতে পছন্দ করে না। ওর কিছু কুসংস্কার রয়েছে। দূর থেকেই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি চিরকাল। জন্মদিনে লোকজন আসা, কেক কাটা... এসব ওর চিরকালই নাপসন্দ। শুধু জন্মদিন বলে নয়, যে কোনও উদযাপনে কেক কাটার সময়ও সামনে আসতে চায় না মিঠুন। কেক কাটা হয়ে গেলে তারপরে সামনে আসে, কেক মুখে দেয়। এটা ওর দীর্ঘকালের অভ্যাস। 'প্রজাপতি'-র দেড়শো দিনের সাফল্য উদযাপনেও আমরা যে কেক কাটলাম, তখনও একই জিনিস দেখেছিলাম। কেক কাটার সময়টা ঠিক সরে গেল ও। কেক কাটা হয়ে গেলে তারপরে সামনে এল, কেক মুখে দিল। আগামীকাল ওর জন্মদিন। যত দিন যাচ্ছে... মিঠুনের অভিনয় আরও ভাল, আরও দৃঢ় হচ্ছে। ও এমনভাবেই ভাল ভাল ছবি করুক। দর্শকদের মন জয় করে যাক এভাবেই। মিঠুনকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর ওর মঙ্গল করুন।'


সদ্য দীর্ঘদিন পরে পর্দায় মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে একসঙ্গে ফিরিয়ে এনেছিলেন পরিচালক অভিজিৎ সেন। 'প্রজাপতি' ছবিতে অভিনয় করেছিলেন দেব (Dev), শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Kanineeka Banerjee) ও অন্যান্যরা। বক্সঅফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল এই ছবি। দীর্ঘদিন পরে মিঠুন ও মমতাশঙ্করকে পর্দাভাগ করতে দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন দর্শক। 


১৯৭৬ সালে বাংলা ছবি 'মৃগয়া'-র হাত ধরে রুপোলি পর্দায় পা রাখলেন এক নতুন অভিনেতা। মৃণাল সেনের পরিচালনার সঙ্গে মিলল মিঠুনের অভিনয় দক্ষতা। এল সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার। এরপর হিন্দিতে 'দো অঞ্জানে' , 'ফুল খিলে হ্যায় গুলসন গুলসন'-এর মতো ছবিতে কাজ করেছেন মিঠুন, তবে মুখ্যভূমিকায় নয়। সহজ হয়নি কেরিয়ারের প্রথম দিকটা। মুখ্যচরিত্র না পেয়ে কার্যত হারিয়ে যেতে বসেছিলেন মিঠুন।  এরপরে, তাঁকে খ্যাতির আলোয় নিয়ে এল 'ডিস্কো ডান্সার' (Disco Dancer) ছবিটি। শুধু অভিনয় নয়, মিঠুন পরিচিত হলেন এক দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবেও। এরপর একাধিক ছবিতে নিজের অভিনয় ও নাচের দক্ষতার পরিচয় দিয়েছেন মিঠুন। একাধিক রোম্যান্টিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাংলা ও হিন্দি ছাড়াও অন্যান্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন মিঠুন।


আরও পড়ুন: Health News : ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?


আরও পড়ুন: Benefits of Peanuts: ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?