কলকাতা: কলম ছেড়ে ক্যামেরা। আপাতত পরিচালনার কাজে মন দিয়েছেন খ্যাতনামা লেখক। অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কথা বলছেন, বুঝিয়ে দিচ্ছেন চিত্রনাট্যও। পায়ে হেঁটে কলকাতায় বেরিয়ে পড়ছেন শ্যুটিংয়ের জায়গা রেইকি করতে। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।


অগাস্টেই শুরু হচ্ছে শ্রীজাতর প্রথম ছবি 'মানবজমিন' -এর শ্যুটিং। ছবিটি প্রযোজনা করছেন রানা সরকার। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও ছবিতে থাকবেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়কে। শ্রীজাতের ছবিতে গান গাইবেন অরিজিৎ সিংহ ও শ্রেয়া ঘোষাল। ইতিমধ্যেই তাঁদের জন্য গান লিখে ফেলেছেন গীতিকার শ্রীজাত।


পরিচালক হিসাবে প্রথম কাজ। কী কী প্রস্তুতি নিচ্ছেন শ্রীজাত? এবিপি লাইভকে লেখক বলছেন, 'পড়াশোনা ও আগের কাজের সূত্রে রুপোলি পর্দার জগৎটা কিছুটা হলেও আমার চেনা। তবে দিন দিন প্রযুক্তি বদলাচ্ছে, আরও উন্নতি হচ্ছে। তবে একজন পরিচালকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি নিয়ে নিজের মনে স্পষ্ট একটা ধারণা থাকা। আমি কী চাইছি সেটা যদি আমার মনে স্পষ্ট ধারণা থাকে তাহলে আমি দর্শকের সামনে সেটা সঠিকভাবে তুলে ধরতে পারব।' 'মানবজমিন' -এর শ্যুটিং-এর সিংহভাগই হবে কলকাতায়। আগামীকাল থেকে রেইকি করতে বেরোবেন, এমনটাই জানিয়েছেন শ্রীজাত।


'মানবজমিন' নিয়ে আশাবাদী প্রযোজক রানা সরকারও। এবিপি লাইভকে তিনি বলছেন, 'আমার যে ক'টা ছবির কাজ চলছে প্রত্যেকটাই একটা আরেকটার থেকে ভীষণ আলাদা। দর্শকদের সামনে নতুন আর আকষর্ণীয় বিষয় না তুলে ধরতে পারলে তাঁরা হলমুখী হবেন কেন? মানবজমিন সহ অন্যান্য সমস্ত ছবিই হলে মুক্তি পাবে। ওটিটিতে মুক্তির প্রশ্নই নেই।'


আজ বন্ধুত্বের দিন। শ্রীজাতর জীবনের প্রিয় বন্ধুটি কে? হেসে ফেলে লেখক বললেন, 'আমরা যখন বন্ধুত্ব করতাম, তখন কোনও বিশেষ দিন ছিল না। বন্ধুত্বের জন্য কোনও বিশেষ দিন হয় না। আর আমার প্রিয় বন্ধু বলতে লেখা আর গানবাজনা। ওদের নিয়েই কেটে যায় দিনের বেশিরভাগটা।'