নয়াদিল্লি: ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও ফের বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮৩১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ২৫৮ জন।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৪ হাজার ৩৫১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ৫৫ হাজার ৮২৪।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৯৫২।  করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ২০ হাজার ৫২১ জন। পাশাপাশি, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪২ লক্ষ ১৫ হাজার ৭৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৭৭ লক্ষ ৫৮ হাজার ১৬। 


অন্যদিকে রাজ্যেও বাড়ছে করোনা আতঙ্ক। শনিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ এবং মৃত্যু। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী একদিনে আক্রান্তের সংখ্যা ৭৬৯। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ জনের। একদিনে সুস্থতার সংখ্যাও কমেছে গতকালের তুলনায়। রাজ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৮১৯ জন। 


এদিনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১১৩। সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। রাজ্যে পজিটিভিটি রেট ১.৮২ শতাংশ। আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা।


উল্লেখ্য, কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১০ রাজ্যে বেড়েছে করোনার গ্রাফ। দেশের ৪৬টি জেলায় করোনার 'পজিটিভিটি রেট' ছাড়িয়ে গিয়েছে ১০ শতাংশ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে কেন্দ্রের। আর তাতেই তড়িঘড়ি সতর্কবার্তা জারি করেছে দিল্লি।


গত শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের মধ্যে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধপ্রদেশ ও মণিপুরে ফের বাড়ছে সংক্রমণ। এই রাজ্যগুলিতে হয় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুবা কোভিড পজিটিভিটি রেট বৃদ্ধি হচ্ছে। তৃতীয় ঢেউয়ের আগে এই সংক্রমণ বৃদ্ধির হার স্বস্তি দিচ্ছে না স্বাস্থ্য মন্ত্রককে।


সেকারণে ১০ শতাংশের ওপর কোভিড পজিটিভিটি রেট রয়েছে এমন জেলায় কড়া ব্যবস্থা নিতে বলেছে সরকার। এইসব জেলায় কনটেইনমেন্ট জোন করার পাশাপাশি কোভিড টিকাকরণে জোর দিতে বলা হয়েছে।