রোশনি শর্মা: কলকাতা  ইতিমধ্য়েই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক আতিউল ইসলামের ছবি 'কিশলয়'। স্কুল জীবনের এক কঠিন বাস্তবকে নিয়ে লেখা হয়েছে এই ছবির গল্প। সম্প্রতি ছবি নিয়ে এক বিশেষ আড্ডায় এবিপি লাইভের মুখোমুখি হয়েছিল এই ছবির দুই মুখ্য় অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্য়ায় ও সুদীপ্তা চক্রবর্তী।


আরও পড়ুন: 'বিগ বস'-এ আসছেন রাখি, ফের প্রিয়ঙ্কার নতুন পোস্ট, বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কারা?


গল্পে একটি অত্য়ন্ত প্রাসঙ্গিক বিষয়কে তুলে ধরেছেন পরিচালক।  প্রতিটি স্টুডেন্টের জীবনে মার্কশিটের নম্বরটাই কি সব কিছু? নাকি অনেক নম্বর পাওয়ার চাপেই ঘনিয়ে আসে এক প্রবল মানসিক চাপ? এই প্রশ্ন দর্শকের উদ্দেশ্য়ে রেখেছেন পরিচালক। ছবির পরতে পরতে রয়েছে সাসপেন্স। এই ছবির মুখ্য চরিত্রে  অভিনেত্রী দেবলীনা দত্ত মুখোপাধ্য়ায় ও সুদীপ্তা চক্রবর্তী ছাড়াও  অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায় , শিশু শিল্পী অদ্রিজা মুখার্জী, বিবেক ত্রিবেদী, দেবরাজ  প্রমুখ। ছবির গল্প লিখেছেন তানবীর কাজী। এই ছবিতে সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সঙ্গীতশিল্পী ইন্দ্রাণী বন্দ্য়োপাধ্য়ায়।


 


কিশলয় নিয়ে আলাপচারিতায় ছবিতে কাজ করার অভিজ্ঞতা এবিপি লাইভের সঙ্গে শেয়ার করলেন দেবলীনা দত্ত মুখোপাধ্য়ায় ও সুদীপ্তা চক্রবর্তী। বছর ৭-এর অন্তরা বাড়িতে কেউ না থাকা অবস্থায় আত্মহননের পথ বেছে নেয়। এই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প।আত্মহত্যা করার আগে খাতার সাদা পাতায় লিখে যায়, ‘বাবা আমাকে মেরেছে, বাবা খুব খারাপ’। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ অন্তরার বাবা অরিত্র গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। সরকারি পক্ষের উকিল অরিত্রর শাস্তির ব্যবস্থা করে। তবে অরিত্রর পক্ষের উকিল দেবলীনা প্রমান করেন, কেমন মানসিক চাপে পড়ে খুদে অন্তরাকে চড় মেরেছিল বাবা অরিত্র। এমনকি মেয়েকে তিনি কতটা ভালবাসেন সেটাও। ছবিতে উঠে আসে পারিবারিক অসামঞ্জস্যের গল্পও।লত সংবেদনশীল শিশুমন কীভাবে পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পরে বিষিয়ে যাচ্ছে তা উঠে এসেছে এই ছবিতে।