কলকাতা: এ যেন সেই গলি থেকে রাজপথের গল্প। তিন খুদের স্বপ্ন.. তারা একদিন হাসপাতাল বানাবে। কে এই ৩ খুদে? বাবিন, ডলি ও টায়ার। করোনার কোপে পড়াশোনায় ছেদ পড়েছে। বাড়ি বলতে বস্তি। হোক না... স্বপ্ন দেখার নেই মানা। সেই স্বপ্নে ভর করেই তারা একদিন বানিয়ে ফেলে এক 'আব্বুলিশ বাড়ি'। 


এমন এক স্বপ্নপূরণের গল্পের হাত ধরেই ৭ বছর পরে বড়পর্দায় পরিচালনায় ফিরছেন সৌরভ পালোধি। ছবির প্রযোজক রানা সরকার। আর ছবির নাম.. 'অঙ্ক কী কঠিন'। ৩ খুদে ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন পার্নো মিত্র (Parno Mitra), উষসী চক্রবর্তী (Usashi Chakraborty), শঙ্কর দেবনাথ, ও প্রসূন সোম। 


বাবিনের বাবার চরিত্রে দেখা যাবে শঙ্করকে। একজন মজুরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। অন্যদিকে ডলির মায়ের ভূমিকায় রয়েছেন উষসী, তিনি একজন নার্স। পার্নোকেও দেখা যাবে একজন নার্সের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম কাজল। তাঁর প্রেমিকের নাম শাহরুখ। এই চরিত্রে দেখা যাবে প্রসূনকে। 


গোটা ছবি জুড়েই থাকবে এই তিন খুদের হাসপাতাল তৈরির গল্প। বাবিন ডাক্তার হতে চায়। ডলি মায়ের মতো নার্স হতে চায়। আর টায়ার হতে চায় ইঞ্জিনিয়ার। নিজেদের ছোট ছোট বুদ্ধি লাগিয়ে কেমন করে তারা গড়ে তুলবে হাসপাতাল, কীভাবেই বা সেই হাসপাতাল প্রাণ বাঁচাবে মানুষের বা আদৌ প্রাণ বাঁচাতে পারবে কি না..সেই গল্পই বলবে এই ছবি।


এই হাসপাতাল তৈরির সঙ্গে জড়িয়ে যায় শাহরুখ ও কাজলও। তাঁদের নিজেদের জীবনেও সমস্যা রয়েছে। ধর্ম আলাদা হওয়ায় শাহরুখের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কথা বাড়িতে স্বীকার করতে পারে না কাজল। অন্যদিকে শাহরুখের কাজ বলতে পাড়ায় বাড়ায় বিস্কুট ডেলিভারি করা। কীভাবে তাঁদের প্রেম পরিণতি পায়, সেই গল্পও বলবে এই ছবি। 


পরিচালনার পাশাপাশি, এই ছবি চিত্রনাট্য লিখেছেন সৌরভ পালোধি ও সৌমিক দেব। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন দেবদীপ মুখোপাধ্যায়। এই ছবিটি নিয়ে ৭ বছর পরে বড়পর্দায় পরিচালনায় ফিরছেন সৌরভ পালোধি। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'কলকাতায় কলম্বাস'। নতুন এই ছবি এবার কতটা সাফল্য পায় সেটাই দেখার। 


ইতিমধ্যেই ছবির খবর প্রকাশ্যে এসেছে। তবে শিল্পীদের লুক এই প্রথম প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)। দেখে নেওয়া যাক এক ঝলকে। 







 


আরও পড়ুন: Ujaan Ganguly Birthday: কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে উজান, জন্মদিনে ছেলেকে নিয়ে আবেগঘন কৌশিক