মুম্বই: এমনও নাকি শোনা যাচ্ছে, তাঁর তৃতীয় সন্তান আরিয়ান আসলে তাঁর ও গৌরীর ছেলে নয়। সে আসলে তাঁদের বড় ছেলে আরিয়ানের প্রেমজাত সন্তান। টেড টক-এ এই গুজব স্ট্রেট ব্যাটে মাঠের বাইরে উড়িয়ে দিলেন শাহরুখ খান। তিনি জানিয়েছেন, এ নিয়ে আরিয়ানের একটি জাল ভিডিও ছড়িয়েছে, যাতে অস্বস্তিতে পড়েছে তাঁর পরিবার।
শাহরুখ বলেছেন, ৪ বছর আগে গৌরী ও তিনি ঠিক করেন, তাঁদের আর একটি সন্তান হবে। কিন্তু ইন্টারনেটে খবর ছড়িয়েছে, সে সময় মাত্র ১৫ বছর বয়সি আরিয়ানই নাকি তাঁদের তৃতীয় সন্তান, ৩ বছরের আবরামের বাবা।
শাহরুখের দাবি, গুজব ছড়িয়েছে, রোমানিয়ায় একটি মেয়ের গাড়ি ড্রাইভ করার সময় তাঁর সঙ্গে আরিয়ানের শারীরিক সম্পর্ক হয়। এ নিয়ে একটি জাল ভিডিও-ও পাওয়া যাচ্ছে। অথচ ঘটনা হল, ১৯ বছরের আরিয়ানের কোনও ইউরোপীয় ড্রাইভিং লাইসেন্সই নেই।
স্ত্রী গৌরী ও তিনি দুজনেই এখন মিডলাইফ ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
আবরাম আরিয়ানের ছেলে নয়, টেড টক-এ শাহরুখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2017 06:48 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -