জন্মদিনে ল্যান্ডস এন্ড মন্নতে শাহরুখ শো, হাত নাড়িয়ে অভিবাদন আব্রামেরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2019 09:05 AM (IST)
1
শনিবার রাত ১২টার পরই মন্নতের ব্যালকনিতে আসেন শাহরুখ। পরে একবার ছেলে আব্রামকে নিয়েও অনুরাগীদের সামনে উপস্থিত হন কিং খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
প্রতি বছরের মতো এবারও জন্মদিনে মন্নতের ব্যালকনিতে দাঁড়িয়ে দর্শকদের অভিনন্দন কুড়িয়ে নিলেন বাদশা।
3
মন্নতের বাইরে দাঁড়ানো অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় শাহরুখ পুত্র আব্রামকে। সবশেষে দর্শকদের পাওনা ছিল কিং খানের সিগনেচার স্টেপ। এদিন দু হাত প্রসারিত করে দর্শকদের কাছে নিজেক মেলে ধরেন শাহরুখ।
4
জীবনের ৫৪তম বসন্তে পা রাখলেন বলিউডের রোম্যান্স কিং শাহরুখ খান।
5
পরনে কালো টি-শার্ট এবং জিন্স, এদিন এটাই ছিল আব্রামের পোশাক। অন্যদিকে শাহরুখ ছিলেন ধবধবে সাদা রঙের টি-শার্টে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -