কলকাতা: গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় একটি গ্যাস বেলুন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি (Abu Hena Rony)। একটি প্রথম সারির চ্যানেলের একটি কমেডি শো-তে এসে দর্শকদের মন জয় করেন আবু হেনা রনি। ভারতেও তাঁর অনুরাগীদের সংখ্যা কম নয়।


আবুর শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, আপাতত হাসপাতালেই ভর্তি রয়েছেন আবু হেনা রনি। আজ তাঁর শারীরিক অবস্থার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আরেক কৌতুকশিল্পী শাওন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে, শিল্পীর অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। আজ রাতে রনি স্বাভাবিক খাবার খেয়েছেন ও চিকিৎসকদের অনুমতি নিয়েই হাঁটাচলা করছেন। 


আগামীকাল সকালে আবার চিকিৎসকেরা আবু হেনা রনিকে পরীক্ষা করবেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে শাওনের বার্তা, বাংলাদেশের কমেডি ক্লাবের সবাই তাঁর সঙ্গে রয়েছেন।


আরও পড়ুন: Sonu Sood: 'এটা সমাজের পরীক্ষার সময়', চণ্ডীগড়ে ছাত্রীদের স্নানের ভিডিও ফাঁসের অভিযোগ প্রসঙ্গে বললেন সোনু সুদ


সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই অংশ নিতে সেখানে গিয়েছিলেন মীরাক্কেল জয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সেই সময়ই সেখানে থাকা একটি গ্যাস বেলুন থেকে বিস্ফোরণ হয়। এই স্থানেই দাঁড়িয়েছিলেন আবু এবং আরও কয়েকজন ব্যক্তি। কয়েকজন পুলিশ কনস্টেবলও ছিলেন সেখানে। গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় আবু হেনা রনি এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন। তাঁদের সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। 


বিভিন্ন সূত্রে খবর, মঞ্চে ওড়ানোর জন্য বেশ কয়েকটি গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি বেশ কয়েকবার সেগুলিকে ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কারণবশত সেগুলি ওড়েনি। এরপর গ্যাস বেলুনগুলি মঞ্চের পিছন দিকে নিয়ে চলে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দেখা যায়, বিস্ফোরণে ঘটনাস্থলে লুটিয়ে পড়েছেন আবু হেনা রনি সহ আরও কয়েকজন। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।