নয়াদিল্লি: ঘোষণা হয়ে গেল পরবর্তী 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর (Academy Awards) দিন ও তারিখ। ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কার (95th Oscars)।
৯৫তম অস্কারের দিন ঘোষণা
শুক্রবার আগামী অস্কারের দিন ঘোষণা করল 'দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস' (the Academy of Motion Picture Arts and Sciences) এবং 'এবিসি' (ABC)। আগামী বছরও মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে অস্কার। এই বছরে ২৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল। ৯৫তম 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' হলিউডের ডলবি থিয়েটার থেকে বিশ্বজুড়ে ২০০ জায়গায় লাইভ দেখানো হবে 'এবিসি'র মাধ্যমে।
২০২৩ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জেনারেল এন্ট্রি ক্যাটেগরিতে নাম দেওয়ার শেষ তারিখ ১৫ নভেম্বর। ১২ ডিসেম্বরের প্রাথমিক ভোট প্রক্রিয়া হবে এবং ২১ ডিসেম্বর নির্বাচিতদের নাম ঘোষণা হবে।
যোগ্যতার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে এবং মনোনীতদের ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে ভোট দেওয়া হবে। ২৪ জানুয়ারিতে মনোনীতদের নাম ঘোষণা হবে। এবং সর্বশেষ ভোটিং প্রক্রিয়া হবে ২ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন: Akshay Kumar: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, হাজির থাকতে পারবেন না কান উৎসবে
বিতর্কিত ২০২২ সালের অস্কারের মঞ্চ
হলিউড এখনও ২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস থেকে নিজেদের পুনরুদ্ধার করছে, যা উইল স্মিথের (Will Smith) ক্রিস রককে (Chris Rock) মঞ্চে চড় মারার জন্য আজ পর্যন্ত সবচেয়ে বিতর্কিত অনুষ্ঠান হিসেবে চিহ্নিত হতে পারে। অস্কার জেতার কয়েক মুহূর্ত আগেই মঞ্চে সঞ্চালককে চড় মেরে বিতর্কে জড়ান অভিনেতা উইল স্মিথ। 'কিং রিচার্ড' ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে চিহ্নিত হন উইল স্মিথ।
'অস্কার ২০২২'-এর মঞ্চে সেরা ছবির শিরোপা জেতে 'কোডা'। এটি কোনও স্ট্রিমিং সংস্থা দ্বারা তৈরি প্রথম এমন ছবি যা সেরার তকমা পেয়েছে। মোট তিনটি ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে 'কোডা'।