ঐশ্বর্যর ছবির শ্যুটিং সেটে দুর্ঘটনা, হাসপাতালে জখম সহকারী পরিচালক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2017 12:30 PM (IST)
মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কপূর, রাজকুমার রাওয়ের ছবি 'ফ্যানি খান'-এর শ্যুটিং সেটে দুর্ঘটনা। রবিবার শ্যুট চলাকালে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ছবির সহকারী পরিচালক গুরুতর জখম।তিনি এখন হাসপাতালে চিকিত্সাধীন। রবিবার সকালে মুম্বইয়ের ফ্লোরা ফাউন্টেন এলাকায় ছবির শ্যুট চলছিল। আচমকাই একটি বাইক সেটের মধ্যে ঢুকে গিয়ে ছবির তৃতীয় সহকারী পরিচালককে জোরে ধাক্কা মারে। যেসময় দুর্ঘটনাটি ঘটে, সেসময় সেখানে অ্যাশ শ্যুট করছিলেন। একটি ক্যাব ধরবেন ঐশ্বর্য, এমন দৃশ্যের শ্যুট চলছিল। দৃশ্যটি পরিচালনার জন্যে রাস্তা পার হচ্ছিলেন সহকারী পরিচালক। তাঁর কানে লাগানো ছিল ওয়াকি-টকি, সেইজন্যে তিনি বাইক আসার শব্দ শুনতে পাননি। জোরে এসে ধাক্কা মারে বাইকটি ওই সহকারী পরিচালককে। ছবির নির্মাতাদের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনক কারণে ফ্যানি খান-এ শ্যুটিং সেটে দুর্ঘটনা হয়েছে, জখম তাঁদেরই এক সহকর্মী। ঘটনার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিত্সা দিয়েই, আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে। এখন ওই পরিচালকের অবস্থা স্থিতিশীল, জানানো হয়েছে ওই বিবৃতিতে। বাইক আরোহীর বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা শুরু করেছে পুলিশ। অতুল মঞ্জরেকরের এই ছবি আগামী এপ্রিলে মুক্তি পবে।