কলকাতা: টলিপাড়ায় ফের করোনার হানা। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর দিয়েছেন। পাশাপাশি অভিনেতা জানিয়েছেন, তাঁর সেরকম কোনও শারীরিক সমস্যা নেই। শুধু নাকে কোনও ঘ্রাণ পাচ্ছেন না। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে তিনি পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন।


করোনা আবহেই শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’। এবার যে শোয়ের সঞ্চালনার দায়িত্বে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সমস্ত কোভিডবিধি মেনেই শ্যুটিং করছিলেন তিনি। কিন্তু মারণ ভাইরাসের কোপ থেকে বাঁচতে পারলেন না। করোনায় আক্রান্ত টলিপাড়ার এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন সেই খবর।



শনিবারই বেশ চনমনে মেজাজে পর্দায় দেখা গিয়েছিল আবীরকে। রিয়ালিটি শোয়ের বিচারক থেকে প্রতিযোগী, সকলের সঙ্গে হাসি-ঠাট্টা করে জমিয়ে রেখেছিলেন অনুষ্ঠান। যদিও সেই শ্যুটিং আগেই হয়েছিল। তবে রবিবারই অনুরাগীদের মন খারাপ হওয়ার মতো খবর দিলেন। জানালেন, তাঁর কোভিড (COVID-19) রিপোর্ট পজিটিভ এসেছে। ফেসবুক পোস্টে অভিনেতা জানিয়েছেন, সমস্ত সতর্কতা অবলম্বন করেই শ্যুটিং হচ্ছিল। তিনি ও তাঁর দল প্রত্যেকেই সব নিয়মকানুন মেনেই কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা করা গেল না।



আবীর জানান, তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি মোটামুটি সুস্থই আছেন। শুধু স্বাদ আর গন্ধটা একেবারেই পাচ্ছেন না। আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেতা। জানিয়েছেন, শীঘ্রই বাড়ির অন্যান্য সদস্যদেরও করোনা টেস্ট করা হবে। তাঁর প্রার্থনা, তাঁর থেকে যেন কেউ সংক্রমিত না হয়ে থাকেন। একইসঙ্গে যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও সবরকম সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছেন আবীর।

আবীর শ্যুটিং করছিলেন একটি চ্যানেলের গানের রিয়্যালিটি শো-এ। গত বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনেরও শ্যুটিং করেছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার প্রযোজনা সংস্থা সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। এ ব্যাপারে আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়েই কাজ করেছি। কিন্তু, তারপরও সংক্রমিত হলাম’।