মুম্বই: গত মাসে আকস্মিক মৃত্যুবরণ করেন বর্ষীয়াণ অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। দিন কয়েক আগে তাঁর জন্মবার্ষিকী (birth anniversary) ছিল। আর তারপরই রবিবার, অনিল কপূর (Anil Kapoor) সোশ্যাল মিডিয়ায় স্মরণ করলেন তিন দশক আগে তৈরি ছবি 'রূপ কি রানি চোরো কা রাজা'র (Roop Ki Rani Choron Ka Raja) কথা। পরিচালক ছিলেন প্রয়াত সতীশ কৌশিক। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা না করলেও তৈরি হয়েছিল হৃদয় থেকে।
অনিলের স্মরণে সতীশের 'রূপ কি রানি চোরো কা রাজা'
আজ ৩০ বছর পূর্ণ করল সতীশ কৌশিক পরিচালিত, অনিল কপূর অভিনীত ছবি 'রূপ কি রানি চোরো কা রাজা'।
এদিন সোশ্যাল মিডিয়ায় সিনেমা থেকে একটি ছবি শেয়ার করে অভিনেতা অনিল কপূর লেখেন, 'এমন একটা ছবি যা হয়তো বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ করেনি কিন্তু সম্পূর্ণ হৃদয় দিয়ে তৈরি হয়েছিল... পরিচালনা করেছিলেন আমার বন্ধু সতীশ... ৩০ বছর আগে... গানগুলো এবং ট্রেনে ডাকাতি দুর্দান্ত শ্যুট করেছিল আমার বন্ধু... আমি মনে করি প্রত্যেকটা প্রজেক্টই একটা শিক্ষাপদ্ধতি এবং উদযাপন করার মতো!' সেই সঙ্গে লেখেনে, 'হ্যাশট্যাগ ৩০ বছর 'রূপ কি রানি চোরো কা রাজা'র'।
অনিল কপূর খান চারেক ছবি শেয়ার করেছেন। যার একটিতে দেখা যাচ্ছে ছবির পরিচালক সতীশ কৌশিক, পরিচালক শেখর কপূর, বনি কপূর, শ্রীদেবী ও অনিল কপূরকে। একটা ছবিতে তাঁকে কাঁধে পায়রা নিয়ে দেখা যাচ্ছে। অপর ছবিতে দুই মুখ্য অভিনেতা অনিল কপূর ও শ্রীদেবীকে দেখা যাচ্ছে। অনুপম খের, জনি লিভার, জ্যাকি শ্রফও এই ছবিতে অভিনয় করেছিলেন।
অনিল কপূরের পোস্টে বহু অভিনেতা অভিনেত্রী কমেন্ট করেছেন। রিচা চাড্ডা লেখেন, '৭ বছর বয়সে হলে গিয়ে এই সিনেমাটা দেখেছিলাম। মিস্টার ইন্ডিয়ার অন্ধ ভক্ত ছিলাম এবং প্রিয় জুটিকে একসঙ্গে ফের বড়পর্দায় দেখতে চেয়েছিলাম। ক্যাসেট কিনেছিলাম। চু চু কা মুরব্বা গানটা, ট্রেনের দৃশ্য আরও কত কী যে ভাল লেগেছিল। সময়ের থেকে অনেকটা এগিয়ে তৈরি ছবি। বিনোদনের জন্য ধন্যবাদ। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।'
আরও পড়ুন: 'Sanaa': নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল প্রতিযোগিতায় নির্বাচিত রাধিকা মদনের 'সানা'
গত ১৩ এপ্রিল জন্মবার্ষিকী ছিল সদ্য প্রয়াত অভিনেতা-পরিচালকের। তাঁর জন্য বিশেষ মিউজিক্যাল নাইটের আয়োজন করেছিলেন অনুপম খের। অনিল কপূরকে মঞ্চে উঠে নিজেদের স্মৃতি রোমন্থন করতে দেখা যায়। চোখের জল সেদিন বাঁধ মানেনি। সোশ্যাল মিডিয়া ভরে যায় সেই ছবি ও ভিডিওয়।