কলকাতা: বিদেশে গিয়েও নাকি 'খিচুড়ি' খুঁজেছিলেন 'দেশি' জিনাত আমন (Zeenat Aman)! সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। নিজের একটি পুরনো ছবি শেয়ার করে একটি পুরনো অভিজ্ঞতার কথা ভাল করে নিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।                                                                                           


সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পুরনো ছবি শেয়ার করে জিনাত লিখেছেন, 'পোশাকই সমস্ত কিছু না, যেটা একজন নারীকে আলাদা করে। আপনারা আমায় পাশ্চাত্য গ্ল্যামারের সঙ্গে তুলনা করতে পারেন, আমি কিন্তু ভীষণভাবে ভারতীয়। আর আমার ডায়েট নিয়ে আমি তো কোনও কথাই বলতে চাই না। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সেটা মাত্র ২ দিনেই আমি বিদেশি খাবার থেকে বিরক্ত হয়ে যাই। আর বিদেশের যে কোনও প্রান্তে গিয়ে আমি ভারতীয় রেস্তোরাঁ খুঁজতে যাই।'                                                           


জিনাত আরও লেখেন, 'ডাল-ভাত আমার সবচেয়ে প্রিয়, সাদামাটা পছন্দের খাবার আর খিচুড়ি আমার আরামের খাবার। পাপড় আর আচার হল যে কোনও দুপুরের খাবারের সঙ্গে দুর্দান্ত মানায়। ধোসাও আমার ভীষণ প্রিয়। আমার সামনে যে কোনও সময় কাজু কাটলি নিয়ে এলে আমি কখনও না বলতে পারি না। আমের মরসুমে আমি সবচেয়ে বেশি খুশি থাকি। আর হ্যাঁ.. একটা গোপন কথা বলি.. আমি আমার শোওয়ার ঘরে সবসময় এক থেকে দু'জার নোনতা খাবার রাখি।'


'ভারত কী অনবদ্য একটা দেশ। আমি রোজ নতুন নতুন খাবার আবিষ্কার করতে পারি। আর হ্যাঁ... আমি নিরামিশাষী।'


আরও পড়ুন: Serial Balijhor: শেষপাতে বন্ধুত্বে... 'বালিঝড়'-এর শেষদিন কেক কেটে উদযাপন করলেন মহার্ঘ্য, ঝোরা ও স্রোত