কলকাতা: তাঁর প্রযোজনায় প্রথম ছবি, বাজেট বেশ অনেকটাই বেশি। ছবির বাজেট যে ঘরে ফেরানো যাবে না, তা জানতেন তিনি। তবে তারপরেও খুশি প্রযোজক! প্রথম প্রযোজনায় পা রেখেও এত সাহসী অঙ্কুশ হাজরা (Ankush Hazra)! সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত পোস্ট দিয়ে তিনি জানালেন, তার ছবি কতটা ব্যবসা করেছে, ঠিক কত মানুষ দেখেছে এই ছবি? সত্যিই কি হিট 'মির্জা' (Mirza) নাকি ফ্লপ?
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি নিয়ে একটি বিস্তারিত পোস্ট করেছেন অঙ্কুশ। তাঁর প্রথম ছবি কেমন ব্যবসা করল? সোশ্যাল মিডিয়ায় একটি বিস্তারিত পোস্ট দিয়ে অঙ্কুশ লিখছেন, 'একজন নন সুপারস্টারের মাস কমার্শিয়াল ফিল্ম 'মির্জা'.. এমন একটা Genre -এর তকমা লাগিয়ে দিয়েছে যেটা হয়তো আর ফিরবে না। সেই ছবিতে ভরসা করার জন্য অনেক ধন্যবাদ। এমন কিছু থিয়েটারগুলো ভরিয়ে দেওয়া জন্য ধন্যবাদ যেখানে এই ধরণের ছবি নাক কুঁচকে দেখা হয়। প্রযোজক হিসেবে আমার স্বপ্ন কিছুটা হলেও ধন্যবাদ। বাংলা কমার্শিয়াল ছবিতে ফিরিয়ে আনতে হবে এভাবেই লড়ে যেতে হবে।'
এখানেই শেষ নয়, অঙ্কুশ খোলামেলা উত্তর দিয়েছেন তাঁর ছবির উপার্জন নিয়েও। অঙ্কুশ লিখছেন, 'মির্জা প্রথম সপ্তাহে ৭৫ লাখের কিছু বেশি ব্যবসা করেছে। আর স্যাটেলাইট থেকে মির্জার ৬০ শতাংশ খরচ উঠে এসেছে। এতেই আমি খুশি। আমার বলতে বিন্দুমাত্র সংকোচ নেই, শুধু থিয়েটার থেকে আমার পুরো লগ্নির টাকা হয়তো উঠবে না, কারণ মির্জা অনেকটাই বড় বাজেটের একটা ছবি এখনকার মার্কেট অনুযায়ী। মির্জা ছবিটা আমার ঘরে টাকা ফেরানোর উদ্দেশে করা নয়, মানুষের বানিজ্যিক ছবির ওপর ভরসা ফেরানোর উদ্দেশে করা। মানুষের মনে বাণিজ্যিক ছবি নিয়ে ভরসা ফেরানোর জন্য মির্জা ছবিটা করা।'
অঙ্কুশের এই সোজাসাপ্টা পোস্টে শুভেচ্ছাবার্তা আর ভালবাসা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: ACP Pradyuman: 'কুছ তো গড়বড় হ্যায়....' এখন কেমন আছেন, কী করছেন 'সিআইডি'-র 'এসিপি প্রদ্যুমন'?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।