মুম্বই: স্বাভাবিক জীবনযাত্রা আমূল বদলে দিয়েছে করোনা পরিস্থিতি। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অভিনয় জগত, ব্যবসা, প্রত্যেক কর্মক্ষেত্রকেই বিপর্যস্ত করে তুলেছে করোনা। এবার কোভিড পরিস্থিতিতে অভিনেতা-অভিনেত্রীদের বাস্তব পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেতা আয়ুব খান। তাঁর আরও এক পরিচয়, তিনি দীলিপকুমারের ভাইপো।
দেড় বছর ধরে কাজ নেই আয়ুবের। শেষ সম্বল বলতে পড়ে থাকা সামান্য সঞ্চয়। অর্থসঙ্কটের কথা সংবাদমাধ্যমে জানিয়ে ভেঙে পড়লেন বিশিষ্ট অভিনেতা আয়ুব খান। চলচ্চিত্র এবং দূরদর্শনের জনপ্রিয় এই অভিনেতা জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি কিছুই উপার্জন করেননি। সঙ্কটজনক এই পরিস্থিতি তাঁর মানসিক অবস্থাকে প্রভাবিত করেছে বলেও জানিয়েছেন তিনি। আর্থিক অবস্থার সুরাহা না হলে তাঁকে অন্য কোথাও থেকে সাহায্য নিতে হবে। অর্থাৎ কারও কাছে অর্থের জন্য হাত পাততে হবে। সংবাদমাধ্যমে সে কথাও জানিয়েছেন আয়ুব।
পঞ্চাশোর্ধ্ব আয়ুব দীর্ঘ দিন ধরে যুক্ত বিনোদন দুনিয়ার সঙ্গে। মুম্বইয়ে তাঁর জন্ম ১৯৬৮ সালের ২৩ ফেব্রুয়ারি। তাঁর বাবা নাসির খান ছিলেন দিলীপকুমারের ভাই। দাদার মতো উচ্চতায় পৌঁছতে না পারলেও নাসিরও ছিলেন অভিনেতা। আয়ুবের মা বেগম পারা-ও ছিলেন অতীতের নায়িকা। দিলীপকুমারের ভাইপো আয়ুব খানের প্রথম ছবি ‘মাশুক’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে।আয়ুব গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করলেও বক্সঅফিসে তেমন ব্যবসা করতে পারেনি এই ছবি। এরপর তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য বাকি ছবিগুলি হল ‘মেরি আন’, সালামি’, ‘স্মাগলার’, ‘মৃত্যুদণ্ড’, ‘দাদাগিরি’, ‘খোটে সিক্কে’, ‘চেহরা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘এলওসি: কার্গিল’, ‘গঙ্গাজল’ এবং ‘অপহরণ’।
ছবির পাশাপাশি দূরদর্শনেও জনপ্রিয় আয়ুব। ১৯৯৯ সালে ‘মুসকান’ ধারাবাহিকে তিনি প্রথম অভিনয় করেন। এর পর বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেন তিনি। ‘অপহরণ’, ‘আঁধি’, ‘সাহেব বিবি গুলাম’, ‘উতরন’, ‘এক হসিনা থি’-সহ বহু ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন আয়ুব। ‘উতরন’-এর যোগী ঠাকুর, ‘এক হসিনা থি’-র রাজনাথ গোয়েঙ্কা এবং ‘শক্তি’ ধারাবাহিকের মনিন্দর সিংহ চরিত্রে অভিনয় করে দর্শকদের জনপ্রিয়তার প্রথম সারিতে চলে এসেছিলেন আয়ুব। তাঁর ব্যক্তিত্ব, অভিনয়ের ধার মন জয় করেছিল ছোটপর্দার দর্শকদের।
শুধু পেশাদার জীবনেই নয়। অতিমারিতে আয়ুব ভেঙে পড়েছেন মানসিক আঘাতেও। হারিয়েছেন দুই প্রবীণ আত্মীয় এবং কিছু বন্ধুকে। কেবল নিজের অবস্থার কথাই নয়। কঠিন পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার বার্তাও দেন আয়ুব খান।