মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা অমিতাভ দয়াল (Amitabh Dayal)। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর।


একসময় অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সঙ্গে রুপোলি পর্দা ভাগ করেছেন অমিতাভ দয়াল। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক-প্রযোজক ও অমিতাভ দয়ালের স্ত্রী মৃণালিনী জানিয়েছেন, গত ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন অমিতাভ। তার পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


গত ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই সময় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতালে ভর্তি থাকাকালীন করোনায় আক্রান্ত হন। দিন কয়েকের মধ্যেই নেগেটিভও হয়ে যান।


আরও পড়ুন: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কমেডিয়ান সুনীল গ্রোভার


কিছুদিন আগেই হাসপাতালে বিছানায় শুয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন অভিনেতা। নাকে, হাতে নল লাগানো অবস্থায় দেখা যায় তাঁকে। জীবনের শেষ ভিডিয়োতে সকলকে ইতিবাচক থাকার বার্তা দিয়েছিলেন।


মুম্বইয়ে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। মৃণালিনীর কথায় জানা গেল, মুম্বইয়ে অমিতাভের সৎকার করা হবে। অভিনেতার পরিবার চণ্ডীগড়ে থাকেন। তাঁদের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানালেন প্রয়াত অভিনেতার স্ত্রী। পরিবারের অন্যান্য সদস্যরা চণ্ডীগড়ে থেকে আসছেন, প্রয়াত অভিনেতার শেষ যাত্রায় সামিল হতে।


‘বিরুদ্ধ’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এই ছবির জন্য দর্শকমহলে দারুণ খ্যাতিও অর্জন করেছিলেন। কাজ করেছেন ‘ইয়ে দিল্লাগি’, ‘রংদারি’, ‘কগার: লাইফ অন দ্য এজ’এর মতো ছবিতে। 


অন্যদিকে,


 জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Grover) হাসপাতালে ভর্তি। বুকে ব্যথা নিয়ে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ৪৪ বছর বয়সী কমেডিয়ান অভিনেতার হার্ট সার্জারির কথাও জানা যাচ্ছে।


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 'বুকে ব্যথা হওয়ার কারণে ভর্তি হতে হয় সুনীল গ্রোভারকে (Sunil Grover)। তাঁর হৃদযন্ত্রে অপারেশন হয়েছে। অপারেশনের পর এখন ভালো রয়েছেন কমেডিয়ান অভিনেতা।' জানা যাচ্ছে, একটি ওয়েব সিরিজের (Web Series) শ্যুটিং করাকালীনই বুকে ব্যথা অনুভব করেন সুনীল গ্রোভার। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসকরা হৃদযন্ত্রে অপারেশনের সিদ্ধান্ত নেন। হার্ট সার্জারির পর অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।