মুম্বই : বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই আরও সক্রিয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বাড়িতে মাদক রাখার অপরাধে বলিউড অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেফতার করল এনসিবি। জানা গিয়েছে, গত ৩ এপ্রিল এই অভিনেতার আন্ধেরির বাড়ি থেকে প্রায় দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়। 


তদন্তকারীরা জানিয়েছেন, গত ১ এপ্রিল মাদক মামলায় গ্রেফতার হন বলিউডের অপর এক অভিনেতা এজাজ খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। এরপরই ৩ এপ্রিল গৌরবের বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁর বাড়ি থেকে দেড় লক্ষ টাকার মাদক উদ্ধার হয়।


এই ঘটনার সূত্রপাত আরও আগে। গোপন সূত্রে পুলিশ মাদক পাচারকারী সাদাব শেখের খবর পায়। গত ২৫ মার্চ তার বাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার হয়। এরপরই সেই সূত্র ধরে উঠে আসে অভিনেতা এজাজ খানের নাম। প্রসঙ্গে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, ‘সাদাব শেখকে জেরা করে মাদক মামলায় এজাজ খানের নাম উঠে আসে। এজাজ খান জেরার মুখে জানিয়েছেন, তিনি গৌরব দীক্ষিতের কাছ থেকে মাদক কিনতেন। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে এজাজ খান এমনটাও দাবি করেছেন, গৌরব দীক্ষিত বলিউডের আরও অনেককেই মাদক সরবরাহ করেন।’



৩ এপ্রিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটা দল লোখন্ডওয়ালায় গৌরব দীক্ষিতের বাড়িতে তল্লাশি চালায়। যদিও অভিনেতা তখন বাড়িতে উপস্থিত ছিলেন না। তল্লাশি চালিয়ে অভিনেতার বাড়ি থেকেও প্যাকেটজাত অবস্থায় অনেক মাদক উদ্ধার হয়। সমীর ওয়াংখেড়ে বলছেন, 'সেই সময়ে বান্ধবীর সঙ্গে ছিলেন গৌরব। বাড়িতে ঢোকার সময় যখন তাঁরা পুলিশের গাড়ি দেখতে পান, তখনই দু’জন সেখান থেকে পালিয়ে যান।'


প্রসঙ্গত, ছোট পর্দার পাশাপাশি বেশ কিছু ছবিতেও অভিনয় করেছেন গৌরব দীক্ষিত। 'হ্যাপি ভাগ যায়েগি', 'ফির হ্যাপি ভাগ যায়েগি'-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে নিজেদের হেফাজতে নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।