কলকাতা: বলিউডে যেন একের পর এক খারাপ খবর। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra)। হাসপাতালে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া (Prem Chopra) ও। আর এবার, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা গোবিন্দ (Govinda)। নিজের ব্যক্তিগত জীবনের জন্য বারে বারে শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। সোমবার রাতেই ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে এসেছিলেন গোবিন্দ। সেই সময়ে দেখা গিয়েছিল, নিজেই গাড়ি চালিয়ে এসেছেন তিনি। সেই সময়ে তিনি ছিলেন সম্পূর্ণ সুস্থ। তবে গতকাল রাতে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে, হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। 

Continues below advertisement

জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে, বাড়িতে থাকাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৬১ বছরের অভিনেতা। বাড়িতেই অজ্ঞান হয়ে যান তিনি। জুহু-র ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে গোবিন্দকে। অভিনেতার বন্ধু ও আইন সহায়ক ললিত বিন্দল এই খবরটি জানান সংবাদমাধ্যমকে। গোবিন্দ বাড়িতে অচেতন হয়ে পড়ার পরেই চিকিৎসককে ফোন করা হয়, তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও দেওয়া হয়। তবে পরে, পরিস্থিতি কিছুটা গুরুতর বুঝে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে, বুলেটের আঘাতে আহত হন অভিনেতা। জানা যায়, তাঁর নিজের লাইসেন্স থাকা বন্দুক পরিষ্কার করার সময়েই বন্দুক থেকে গুলি বেরিয়ে লেগে যায় গোবিন্দের পায়ে। সেই সময়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। কয়েকদিন চিকিৎসার পরে ছাড়া পান গোবিন্দ। তবে পায়ে বুলেটের আঘাত থাকার ফলে, তাঁকে বেশ কিছু কাজ বাতিল করতে হয়েছিল। বাড়িতে বেশ কিছুদিন বিশ্রামেও থাকতে হয়েছিল। এরপরে, গতকাল রাতে ফের অভিনেতা অসুস্থ হওয়ায় তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। 

Continues below advertisement

প্রসঙ্গত, সদ্যই নিজের ব্যক্তিগত সম্পর্কের জন্য ও শিরোনামে উঠে আসেন গোবিন্দ। শোনা গিয়েছিল, তাঁর স্ত্রী সুনীতা আহুজা তাঁর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। তবে পরবর্তীতে অবশ্য সংবাদমাধ্যমের সামনে এসে বারে বারেই সুনীতা জানান যে তাঁর ও গোবিন্দর সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। আবার এই সুনীতাই স্বীকার করে নেন যে, গোবিন্দর পরকীয়া সম্পর্কের কথা তিনি ও শুনেছেন। আবার করবা চৌথে গোবিন্দার দেওয়া গলা ভরা সোনার হারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তিনি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের সমীকরণটা যে ঠিক কী, তা বর্তমানে তাঁরা নিজেরা ছাড়া আর কেউই জানেন না।