মুম্বই: অভিনেত্রীকে খুনের হুমকি। গুরুতর অভিযোগ তারকা দম্পতি জয় ভানুশালি (Jay Bhanushali) ও মাহি ভিজের (Mahhi Vij) রাঁধুনির (cook arrested) বিরুদ্ধে। পুলিশের জালে অভিযুক্ত।
জয়-মাহির রাঁধুনি গ্রেফতার
হিন্দি টেলি দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। অভিযোগ, তাঁদের রাঁধুনি মাহি ভিজ ও তাঁদের একরত্তি কন্যা তারাকে 'খঞ্জর' অর্থাৎ ছুরি দিয়ে কোপানোর হুমকি (life threats) দেয়। নেহেরু নগরের বাসিন্দা ওই রাঁধুনির নাম সন্তোষ যাদব। বুধবার বিকেলে তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জয় ও মাহি।
এক পুলিশ আধিকারিকের কথায়, 'অভিনেতা প্রথমে ট্যুইটারের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পরে ওশিয়াড়া পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে ৫০৯ ধারা, ৫০৪ ধারা, ৫০৬ ধারায় মামলা করা হয় ২৯ জুন বিকেলে। ওইদিনই তাকে গ্রেফতার করা হয়। ৩০ জুন অভিযুক্তকে আন্ধেরি মেট্রোপলিটন আদালতে তোলা হয়।'
২৯ জুন মাহি তাঁর ট্যুইটারে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নেন। একের পর এক ট্যুইটে, যা এখন মুছে ফেলা হয়েছে, 'বালিকা বধূ' অভিনেত্রী জানান যে তাঁদের অস্থায়ী রাঁধুনি বেতন-সম্পর্কিত বিরোধের জন্য তার পরিবারকে গালিগালাজ করছেন এবং তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি আরও বলেন যে ওই অভিযুক্ত তাঁদের বাড়ি থেকে চুরিও করছিল।
আরও পড়ুন: Bigg Boss OTT Season 2: থাকছেন না কর্ণ? 'বিগ বস ওটিটি'র পরবর্তী সঞ্চালক কে?
মাহি জানান যে তাঁরা পুলিশের কাছে গেলেও অভিযুক্ত বারবার তাঁকে ফোন করতে থাকেন। সমস্ত কল রেকর্ডিংও তাঁর কাছে আছে বলে জানান। 'আমি নিজেকে নিয়ে চিন্তিত নই। আমি আমার মেয়ের জন্য ভয় পেয়েছিলাম। আমার পরিবারের সুরক্ষার কথা ভেবে ভয় পাই।'
প্রসঙ্গত, ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন মাহি ভিজ ও জয় ভানুশালি। ২০১৯ সালে তাঁরা তারার জন্ম দেন।