কলকাতা: বড়পর্দায় নতুন জুটি। যিশু সেনগুপ্ত ও সোলাঙ্কি রায়। ছবির নাম 'বাবা, বেবি ও'। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় কমেডির মোড়কে দেখা মিলবে যিশু-সোলাঙ্কি জুটির। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের জুটি। সদ্যই শেষ হয়েছে 'বাবা, বেবি ও'-র শ্যুটিং। এই ছবিতে দুই একরত্তির সঙ্গে কাজ করতে হয়েছে গোটা ইউনিটকে। তাঁরা যিশুর অনস্ক্রিন দুই সন্তান। কেমন ছিল কাজের অভিজ্ঞতা? শ্যুটিং শেষে কাজের গল্প ভাগ করে নিলেন অভিনেতা। 


ছবির সেটে সারাক্ষণ সামলাতে হয়েছে দুই শিশুকে। গল্প অনুযায়ী, শিশু পছন্দ যিশু ওরফে ছবির মেঘ এর। অথচ তিনি বিয়ে করতে নারাজ। তাই সারোগেসি পদ্ধতির মাধ্যমে দুই সন্তানের বাবা হন তিনি। তারপর গল্পে আসেন সোলাঙ্কি ওরফে বৃষ্টি। বাচ্চা পছন্দ করেন না তিনি। কোনদিকে গড়াবে মেঘ-বৃষ্টির সম্পর্ক? উত্তর দেবে ছবি। কিন্তু এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য হয়ে থেকে যাবে যিশুর কাছে। অভিনেতা বলছেন, 'আমি এর আগে কখনও এই ধরনের চরিত্রে অভিনয় করিনি। বাচ্চাদের নিয়ে কাজ করা একটা দারুণ অভিজ্ঞতা। সবসময় মন ভালো থাকে। একটা ইতিবাচক অনুভূতি কাজ করে। আমি প্রায় ১ বছর পর আবার বাংলা ছবিতে কাজ করছি। সব মিলিয়ে এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।'


লকডাউনে বাড়িতে বসেই ছবির চিত্রনাট্য লিখেছিলেন জিনিয়া সেন। মার্চ মাসের ২১ তারিখে কলকাতায় শুরু হয়েছিল ছবির শ্যুটিং। এপ্রিলের ৯ তারিখে শ্যুটিং-এর কাজ শেষ হয়েছে।


ছবির প্রযোজক নন্দিতা রায় বলেছন, 'যিশু সেনগুপ্তর সঙ্গে শেষ কাজ করেছিলাম 'পোস্ত' ছবিতে। তারপর 'বাবা, বেবি ও'। ওর সঙ্গে কাজ করতে সবসময় ভালো লাগে। এই ছবির বিষয়বস্তুটা বেশ অন্যরকম। জিনিয়া চিত্রনাট্যনাও বেশ গুছিয়ে লিখেছে। আর মেঘের চরিত্রটার জন্য যিশুর থেকে ভালো আর কেউ হতে পারত না।'


'বাবা, বেবি ও'-র হাত ধরে প্রায় এক বছর পর বাংলা ছবিতে ফিরছেন যিশু। এর আগে বলিউডে 'মণিকর্ণিকা' সহ একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। কমেডির মোড়কে সোলাঙ্কি-যীশুর কেমিস্ট্রি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।