মুম্বই: এক মহিলাকে ধর্ষণ ও ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে গ্রেফতার অভিনেতা তথা মডেল করণ ওবেয়র। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মুম্বইয়ের শহরতলির ওশিওয়ারার ওই মহিলা সম্প্রতি অভিযোগ করেন যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন করণ ওবেরয়। ২০১৬ থেকে করণ ওবেরয়ের সঙ্গে ওই মহিলার সম্পর্ক গড়ে উঠেছিল। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেনযে, অভিনেতা তথা মডেল ওই মহিলার কিছু আপত্তিকর ভিডিও তোলেন বলে অভিযোগ। এরপর সেই ভিডিও ক্লিপগুলি ফাঁস করার হুমকি নিয়ে তিনি ওই মহিলার কাছ থেকে টাকাও দাবি করেন বলে অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে করণ ওবেয়রকে রবিবার গ্রেফতার করা হয় এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৩৮৪ (তোলা আদায়) ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে ওশিয়ারা থানার সিনিয়র ইন্সপেক্টর শৈলেশ পাসালওয়াড় জানিয়েছেন। কয়েকটি টেলি সিরিয়ালে অভিনয় করেছেন করণ ওবেরয়।এছাড়াও কয়েকটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে।