মুম্বই: গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে পুনম পাণ্ডেকে (Poonam Pandey)। অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তাঁর স্বামী শ্যাম বম্বেকে। এমনটাই খবর এএনআই সূত্রে। এদিন মুম্বই পুলিশের পক্ষ থেকে এএনআইকে জানানো হয়েছে যে, ভারতীয় সংবিধানের অধীনে শ্যাম বম্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিনেত্রী পুনম পাণ্ডের মুখে, চোখে এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে।


জানা যাচ্ছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগে স্বামী শ্যাম বম্বের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পুনম পাণ্ডে। তিনি জানিয়েছেন যে, এদিন তাঁর স্বামী তাঁকে মারাত্মকভাবে মারধর করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই শ্যাম বম্বেকে গ্রেফতার করেছে পুলিশ।



গত বছরই প্রেমিক শ্যাম বম্বেকে বিয়ে করেন অভিনেত্রী পুনম পাণ্ডে। বিয়ের পরই গোয়া থেকে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রীর স্বামী পুনম পাণ্ডে। তখনও তাঁর বিরুদ্ধে অভিনেত্রীকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে। সেই সময় ভারতীয় সংবিধানের ৩৫৩, ৫০৬ এবং ৩৫৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়। সেই সময় অভিনেত্রী পুনম পাণ্ডে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন যে, বিয়ের পরই তাঁকে ভয়ঙ্করভাবে মারধর করেন স্বামী শ্যাম বম্বে। আঘাতের ফলে তাঁর মস্তিষ্কে হেমারেজও হয়। অভিনেত্রীর অভিযোগ পেয়ে গোয়া থেকে পুলিশ শ্যাম বম্বেকে গ্রেফতার করে। সেই সময় একটি সাক্ষাৎকারে পুনম পাণ্ডে জানিয়েছিলেন যে, ওই ঘটনার পর শ্যাম বম্বের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরা। তিনি বলেন, 'আমার পরিবার কখনও চায় না আমি ওর সঙ্গে থাকি। ওরা আমাকে এই পরিস্থিতিতে দেখতে কখনও চায়নি।' যদিও পরবর্তীকালে স্বামীর সঙ্গে সমস্ত সমস্যা মিটিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।


আরও পড়ুন - Raj Kundra Case: পর্নোগ্রাফি মামলায় জামিনে মুক্তির পর প্রথমবার জনসমক্ষে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা


২০১৩ সালে 'নেশা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী পুনম পাণ্ডে। কিছুদিন আগে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধেও তিনি মামলা দায়ের করেছিলেন।