নয়াদিল্লি: সম্প্রতিই শোনা যায় ফারহান আখতারের (Farhan Akhtar) 'ডন' (Don) ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে দেখা যাবে না কিং খানকে (King Khan)। 'ডন ৩'-এ অভিনয় করতে চান না শাহরুখ (Shah Rukh Khan), শোনা যায় এমনই। এও শোনা যায়, তাঁর জায়গায় নতুন ডনের খোঁজে পরিচালক ফারহান আখতার। কাকে দেখা যাবে নতুন ডন হিসেবে? এই জল্পনার আবহেই উঠে এল রণবীর সিংহের (Ranveer Singh) নাম।
শাহরুখের বদলে এবার 'ডন' রণবীর?
ফারহান আখতার তাঁর পরবর্তী 'ডন'-এর চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। খবর মিলেছিল আগেই। তবে সেই সঙ্গে এও শোনা যায় যে এবার এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান না শাহরুখ খান। সেই থেকেই জল্পনা শুরু হয় নতুন ডনের নাম নিয়ে। শোনা যায়, নতুন প্রজন্মের কোনও বড় তারকা অভিনেতাকেই এই দায়িত্ব দেওয়া হবে। সেই আবহে শোনা যাচ্ছে এক নাম। সূত্রের খবর, ডনের জুতোয় এবার পা গলাতে চলেছেন রণবীর সিংহ।
এক সূত্র মারফত খবর, 'ডন ৩' নির্মাতারা মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য ইন্ডাস্ট্রির প্রথম সারির এক অভিনেতার সঙ্গে কথা বলছিলেন, এবং সম্প্রতি তাঁরা রণবীর সিংহের সঙ্গে কথা ফাইনাল করে ফেলেছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, শাহরুখের প্রস্থানের পরে, 'ডন ৩'-এর নির্মাতারা একজন জনপ্রিয় নাম খুঁজছিলেন যিনি ডনের ফ্র্যাঞ্চাইজি উত্তরাধিকার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত রণবীরকেই তাঁরা বেছে নিয়েছেন বলে খবর। এই সহযোগিতা অতীতে ভালই ফল দিয়েছে এবং যদি রণবীরের ডন হিট হয় তবে তাও অবাক হওয়ার মতো ঘটনা হবে না বলে দাবি তাঁদের। 'ডন' ফ্র্যাঞ্চাইজির ভক্তরা রণবীরের কাস্টিংয়ে কী প্রতিক্রিয়া দেখায় তা দেখার জন্য অপেক্ষায় নির্মাতারাও কারণ শাহরুখের এই ক্যারিশম্যাটিক চরিত্রে অভিনয় সকলের মন জয় করেছে।
সূত্র মারফত আরও খবর, এই ব্যাপারে ঘোষণা নিয়ে রণবীর সিংহের একটি ভিডিও ইতিমধ্যে শ্যুট করা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: West Bengal Weather : আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা
তবে প্রসঙ্গত, ফারহান চেয়েছিলেন 'ডন'-এর তিন প্রজন্মকে একসঙ্গে পর্দায় আনতে। অর্থাৎ অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং নতুন প্রজন্ম থেকে একজন তারকাকে। কিন্তু শাহরুখ এই প্রজেক্ট ছেড়ে দেওয়ায় অপর এক তারকার সঙ্গে কথা চলছে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, গত দশ বছরে ফারহানের সংস্থার সঙ্গে দুটি ছবি করেছেন এই অভিনেতা। শোনা যাচ্ছে এই অভিনেতা অত্যন্ত উৎসাহী এই ছবিতে কাজ করার জন্য, আবার একইসঙ্গে 'ডন'-এর জুতোয় পা গলানো বেশ কঠিন কাজ বটে। প্রথমে অমিতাভ বচ্চন, তারপর শাহরুখ খান, দুই অভিনেতাকেই 'ডন' হিসেবে অত্যন্ত ভালবেসেছেন দর্শক। সেই চরিত্রে ভাল কাজ না করতে পারলে দর্শক যে মেনে নেবে না তা বলাই বাহুল্য।