মুম্বই: 'চক দে ইন্ডিয়া' (Chak De India), 'দিল চাহতা হ্যায়' (Dil Chahata Hai) বা 'মর্দানি' (Mardaani).. একাধিক সুপারহিট বলিউড ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। মাত্র ৬৬ বছরে প্রয়াত হলেন অভিনেতা রিও কপাডিয়া (Rio Kapadia)। সোশ্যাল মিডিয়ায় আর অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তাঁরই এক বন্ধু।
সূত্রের খবর, গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন অভিনেতা। আগামীকাল, অর্থাৎ সেপ্টেম্বরের ১৫ তারিখ গুরুগ্রামের শিব ধাম শ্মশানভূমিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রয়াত অভিনেতার স্ত্রী ও দুই সন্তান রয়েছেন। তাঁর স্ত্রীয়ের নাম মারিয়া ফারাহ (Maria Farah) ও দুই পুত্রের নাম আমিন ও বীর।
কেবল বড়পর্দা নয়, ওয়েব সিরিজেও পা রেখেছিলেন রিও। 'মেড ইন হেভেন সিজন ২' (Made in Heaven Season 2)-তেও নাকি দেখা গিয়েছে রিওকে। এছাড়াও স্বপ্নে সুহানে লকড়পনকি ও মহাভারত ধারাবাহিকে ছোটপর্দায় দেখা গিয়েছিল এই অভিনেতাকে। এছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন হিট ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রিও। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সুইটজারল্যান্ডে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন রিও। তিনি যে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এমনও নয়। তাই অভিনেতার প্রয়াণে অবাক হয়েছেন একাংশ। রিও জনপ্রিয়তা পেয়েছিলেন মূলত হিন্দি ছবি থেকেই। 'চক দে ইন্ডিয়া', 'দিল চাহতা হ্যায়', 'মর্দানি', ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘খুদাহাফিজ়’-এর মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ এবং ‘কুসুম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন রিও। তাঁকে দেখা গিয়েছিল ‘সুরাগ: দ্য ক্লু’ ধারাবাহিকেও। 'মেড ইন হেভেন' ছাড়াও 'বিগ বুল' সিরিজে অভিনয় করেছিলেন রিও।
নিজের কেরিয়ারে তিনি যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে অন্যতম ছিল 'চক দে ইন্ডিয়া'। শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত এই ছবিতে নজর কেড়েছিলেন রিও কপাডিয়া।
আরও পড়ুন: Jawan: ছোট চরিত্র, তবু কেন 'জওয়ান'-এ কাজ করতে এক কথায় রাজি হয়েছিলেন সানিয়া মলহোত্র?