নয়াদিল্লি: 'মহাদেব বেটিং অ্যাপ' দুর্নীতি মামলায় ইতিমধ্যেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার (Mumbai police crime branch) হাতে গ্রেফতার হয়েছেন অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সাহিল খান (Sahil Khan)। অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল আগেই। তারপর থেকেই নাকি পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। ছত্তীসগঢ় থেকে রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তার আগে গ্রেফতারি এড়াতে গত চার দিনে নাকি ৬ রাজ্যে পালিয়ে বেরিয়েছেন সাহিল। 


৪ দিনে ৬ রাজ্যে গা ঢাকা দেন সাহিল খান?


৪৭ বছর বয়সী অভিনেতা সাহিল খান এখন পুলিশের জালে। 'স্টাইল', 'এক্সকিউজ মি'র মতো ছবির জন্য খ্যাত অভিনেতা ২৫ এপ্রিল মহারাষ্ট্র ছাড়েন এবং ৪ দিন ধরে প্রায় ১৮০০ কিমি রাস্তা অতিক্রম করেছেন। 


জাতীয় সংবাদ মাধ্যম সিএনএন-নিউজ১৮ সূত্রে খবর, প্রথমে সাহিল খান গোয়ায় পালিয়ে যান, তারপর সেখান থেকে তিনি কর্ণাটকে যান এবং সেখান থেকে পৌঁছন হুব্বাল্লি শহরে। অবশেষে তিনি ব্যক্তিগত গাড়িতে করে হায়দরাবাদ পৌঁছন। সেখানে নিজের পরিচয় লুকিয়ে রাখতে সাধারণ জামাকাপড় পরে মুখে স্কার্ফ জড়িয়ে ছিলেন তিনি। 


সূত্রের আরও খবর, হায়দরাবাদের থাকাকালীন পুলিশ সাহিল খানের লোকেশন ট্র্যাক করে ফেলে, যার ফলে তিনি সঙ্গে সঙ্গে ছত্তীসগঢ় পালিয়ে যান। সেখানকার নকশাল অধ্যুষিত এলাকা দিয়েও যাতায়াত করেন তিনি, যদিও রাতের অন্ধকারে সেই রাস্তা ধরতে রাজি হননি গাড়ির চালক। ছত্তীসগঢ়ের জগদলপুরের হোটেল আরাধ্যা ইন্টারন্যাশনালে থাকার সময় খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। 


টানা ৭২ ঘণ্টা ধরে অভিনেতার খোঁজ চালাচ্ছিল মুম্বই পুলিশ। সাহিল খানকে গ্রেফতার করার সময় তাঁর থেকে দুটি মোবাইল ও কিছু নগদ বাজেয়াপ্ত করা হয়।  মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার হয়েছেন অভিনেতা যে সংস্থার বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। 


আরও পড়ুন: Nusrat Jahan: কোলে চড়ে নুসরতকে আদর ওরাংওটাঙের, 'ঠোঁট দুটো একই', নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী


'স্টাইল', 'এক্সকিউজ মি'-র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান সাহিল। তবে বেশ কয়েক বছর সিলভার স্ক্রিনে দেখা যায়নি তাঁকে। বর্তমানে ফিটনেস এক্সপার্ট হিসেবে কাজ করেন। নিজস্ব ইউটিউব চ্যানেলও চালান সাহিল। ইউটিউবে তাঁর চ্যানেলের ২৮ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তবে মহাদেব বেটিং অ্যাপ মামলায় নাম জড়ানোর পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন সাহিল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।