মুম্বই: চলে গেলেন আমির খানের সহ অভিনেতা সাই গুন্ডেওয়ার। পিকে-ছবিতে আমিরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। মস্তিষ্কের কর্কটরোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে দাঁড়ি পড়ল। আমেরিকায় লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।
মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ এই খবর জানিয়ে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, 'অভিনেতা সাইপ্রসাদ গুন্ডেওয়ার, যিনি 'পিকে'র মতো ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগত এক দক্ষ অভিনেতাকে হারাল।'
'পিকে' ছাড়াও 'রক অন', 'ডেভিড' ইত্যাদি ছবিতেও অভিনয় করেন তিনি।
গত ২ বছর ক্যান্সারে ভুগছিলেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ার মারফৎ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেন তাঁর ভাবনা।
গত অক্টোবরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি চিকিৎসাশাস্ত্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, তিনি ক্যান্সারের প্রকোপকে দমিয়ে ভাল আছেন।
গত মাসের শেষেই ক্যান্সার আক্রান্ত দুই বলিউড তারকা ঋষি কপূর ও ইরফান খান প্রাণ হারান।
ক্যান্সারের কাছে হেরে চলে গেলেন ‘পিকে’-তে আমিরের সহ অভিনেতা সাই গুন্ডেওয়ার, মনে পড়ে তাঁকে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2020 09:02 PM (IST)
মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ এই খবর জানিয়ে শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ''অভিনেতা সাইপ্রসাদ গুন্ডেওয়ার, যিনি 'পিকে'র মতো ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন, ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে গেলেন।''
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -