মুম্বই: ফের আইনি বিপাকে বলিউড অভিনেতা সলমন খান। এবার পানমশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর দরুণ। সলমন যে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন, তা বিভ্রান্তিকর বলে ক্রেতা সুরক্ষা আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি-র এক সিনিয়র নেতা। (Pan Masala Advertisement)

Continues below advertisement

রাজস্থানের কোটার ক্রেতা সুরক্ষা আদালতে সলমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি-র সিনিয়র নেতা তথা রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দ্রমোহন সিংহ হানি। ওই ধরনের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা চেয়েছেন তিনি। আর তার পরই সলমনকে নোটিস ধরিয়েছে কোটা ক্রেতা সুরক্ষা আদালত। তাঁকে জবাব দিতে বলা হয়েছে। (Salman Khan)

সলমন যে সংস্থার পানমশলার বিজ্ঞাপন করেন, তা রাজশ্রী পান মশলার তৈরি বলে দাবি করা হয়েছে অভিযোগে। বলা হয়েছে, সলমন ওই পানমশলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। ওই সংস্থার হয়ে বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন করছেন তিনি, প্রচার করছেন, কেশর মেশানো এলাত, কেশর মেশানো পানমশলাই বিক্রি হচ্ছে।

Continues below advertisement

বিজ্ঞাপনের ওই দাবি নিয়েই আপত্তি তুলেছেন অভিযোগকারী। তাঁর যুক্তি, বাজারে কেশরের দাম আকাশছোঁয়া। এক কেজিরই দাম ৪ লক্ষ টাকা। তাই যুক্তি দিয়ে দেখলেই বোঝা যাবে, ৫ টাকার পানমশলার প্যাকেটে কেশর থাকা সম্ভব নয়। অর্থাৎ বিজ্ঞাপনের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, যাতে মানুষ পানমশলা কিনে খান। অথচ পানমশলা থেকে ক্যান্সার ছড়াচ্ছে।

অভিযোগকারী সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ওই সংস্থা এবং সলমন খানের দাবি, ওই জিনিসের মধ্যে নাকি কেশর আছে। যুবসমাজকে তা কিনে খেতে উৎসাহিত করছেন। কোটা ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানিয়েছি। শুনানির জন্য নোটিস গিয়েছে। অন্য দেশের তারকা, অভিনেতারা কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপন পর্যন্ত করেন না। কিন্তু এঁরা তামাক, পানমশলার বিজ্ঞাপন করছেন। ওঁদের বলব, যুবসমাজকে ভুল বার্তা দেবেন না। মুখের ক্যান্সারে অন্যতম কারণ কিন্তু পানমশলা।” আগামী ২৭ নভেম্বর কোটা ক্রেতা সুরক্ষা আদালেত মামলার পরবর্তী শুনানি রয়েছে। সংশ্লিষ্ট সংস্থা এবং অভিনেতা, দুই পক্ষের থেকেই জবাব চেয়েছে আদালত।

পানমশলার বিজ্ঞাপন নিয়ে এর আগেও বিপাকে পড়তে হয়েছে বলিউড তারকাদের। শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগণদের বিরুদ্ধেও অভিযোগ জমা পড়ে। এমনকি হলিউড তারকা পিয়ার্স ব্রসননও সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে। সেই তালিকায় নয়া সংযোজন সলমন খান।