নয়াদিল্লি: তিনি কেবল বলিউডের বাদশাহ (Badshah) নন, তিনি তাঁর অগুন্তি অনুরাগীর মনের বাদশাহও বটে! সাধে তাঁর মোহে অন্ধ হয়ে থাকেন আট থেকে আশি। তিনি কিং খান। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। আবারও মন জয় করলেন। আর তা কেমনভাবে জানেন? বঙ্গের এক ক্যান্সার আক্রান্ত ষাটোর্ধ্ব বৃদ্ধা চেয়েছিলেন প্রিয় অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দেখা করতে। ইচ্ছাপূরণ করলেন কিং খান (King Khan)।
ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার ইচ্ছাপূরণ কিং খানের
কলকাতার ষাট বছর বয়সী বৃদ্ধা শিবানী চক্রবর্তী, ক্যান্সারে আক্রান্ত। তিনি সিনেমা খুবই ভালবাসেন। এবং তিনি চিরকালই শাহরুখ খানের ভক্ত। চেয়েছিলেন তারকার সঙ্গে অন্তত একবার দেখা করতে।
এবিপি লাইভের রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় শিবানীর ইচ্ছা ভাইরাল হয়ে যাওয়ার পর যখন তা চোখে পড়ে কিং খানের, সঙ্গে সঙ্গে বৃদ্ধা ভক্তের ইচ্ছাপূরণ করেন তিনি। সূত্রের খবর, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শিবানীকে ভিডিও কল করেন শাহরুখ। প্রায় মিনিট ৪০ কথা হয় তাঁদের ভিডিও কলে। সূত্রের খবর, তাঁদের কথোপকথনের শেষে মারণ রোগের সঙ্গে লড়াই করার জন্য আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন শাহরুখ।
'শাহরুখ খান ওয়ারিওর্স ফ্যান ক্লাব', একটি ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডল যা পরিচালনা করেন কিং খানের অসংখ্য ফ্যানেরাই। তাদের একটি পোস্টে লেখা হয়, 'শাহরুখ খান তাঁর ফ্যান শিবানী চক্রবর্তীর সঙ্গে ৪০ মিনিটের কথোপকথন করলেন, তিনি এও বলেন যে তাঁকে আর্থিকভাবে সাহায্য করবেন এবং তাঁর মেয়ের বিয়েতে যোগ দেবেন। তার সঙ্গে দেখা করবেন এবং তাঁর বাড়িতে কলকাতায় মাছ-ভাত খাবেন। নিঃসন্দেহে, সবচেয়ে বড় তবুও সবচেয়ে নম্র তারকা তিনি, ছিলেন, আছেন এবং থাকবেন।'
দিন কয়েক আগে, শিবানী চক্রবর্তীর মেয়ে প্রিয়া চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে মায়ের সঙ্গে শাহরুখের সাক্ষাতের স্বপ্নপূরণের জন্য সাহায্য চান তিনি। মারণ রোগে আক্রান্ত বৃদ্ধার মৃত্যুর আগে এটাই বড় স্বপ্ন ছিল। ভিডিও ভাইরাল হতেই স্বপ্নপূরণ করলেন কিং খান।
আরও পড়ুন: Jamai Sasthi 2023 : কবে জামাইষষ্ঠী ? কোন সময়ের মধ্যে পালন করতে হবে ?
এবিপি লাইভের রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনার খড়দার বাসিন্দা শিবানী। শাহরুখ খান যখন আইপিএলে 'কেকেআর' কিনে নেন, তখন থেকে তিনি ক্রিকেটেরও ভক্ত হয়ে গেছেন।