প্রয়াত অভিনেতা শম্ভু ভট্টাচার্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2018 10:12 AM (IST)
কলকাতা: সুপ্রিয়া দেবীর মৃত্যুর দিনেই প্রয়াত তাঁর এক সময়ের সহ অভিনেতা শম্ভু ভট্টাচার্য। গতকাল সন্ধে ৭.৩০টা নাগাদ বাগবাজারের একটি নার্সিংহোমে মৃত্যু হয় তাঁর। বর্ষীয়াণ এই অভিনেতা এ মাসেই ৮৩ বছরে পা দিয়েছিলেন। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু বলে জানিয়েছে তাঁর পরিবার। একসময় বাংলা ছবির দাপুটে খলনায়ক ছিলেন শম্ভুবাবু। সন্ন্যাসী রাজা, অমানুষ, চারমূর্তি, গুপী বাঘা ফিরে এল সহ অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর শেষ অভিনয় ২০০৩ সালে চুড়িওয়ালা ছবিতে।