স্টেজ ফোর ত্বকের ক্যানসার কেড়ে নিল বিশিষ্ট এই চলচ্চিত্র ও মঞ্চাভিনেতাকে। অসুস্থতার জেরে গত বছর কেটে বাদ দিতে হয় তাঁর বুড়ো আঙুল। তাঁর স্ত্রী ও দুই পুত্র কন্যা রয়েছেন।
মার্কিন বংশোদ্ভূত টম অল্টারের জন্ম মুসৌরিতে, পড়াশোনা উডস্টক স্কুল ও ইয়েল বিশ্ববিদ্যালয়ে। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্বর্ণপদক পেয়ে উত্তীর্ণ হন। রামানন্দ সাগরের চরস ছবির মাধ্যমে ১৯৭৬-এ বলিউডে পা রাখা। কাজ করেছেন সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ও মনোজ কুমারের ক্রান্তি, রিচার্ড অ্যাটেনবোরোর গাঁধী ও ওয়ান নাইট উইথ দ্য কিংয়ের মত ছবিতে।
হিট টিভি সিরিয়াল জুনুনে তিনি অভিনয় করেন গ্যাংস্টার কেশব কালসির ভূমিকায়, তা অত্যন্ত জনপ্রিয় হয়। এছাড়াও কাজ করেছেন ভারত এক খোঁজ, জবান সমহালকে ও বেতাল পচিসিতে।
ভারতীয় মঞ্চ অভিনেতাদের মধ্যে তিনি অত্যন্ত সম্মানিত নাম। মির্জা গালিব ও মৌলানা আজাদের ভূমিকায় তাঁর অভিনয় উচ্চ প্রশংসিত হয়েছিল।
মঞ্চ ও সিনেমায় অবদানের জন্য ২০০৮-এ পদ্মশ্রী পান টম অল্টার।
৩০০-র বেশি ছবি ও অসংখ্য টিভি শো-তে কাজের পাশাপাশি টম ক্রীড়া সাংবাদিকতাও করেছেন। সচিন তেন্ডুলকর যখন দেশের হয়ে খেলাই শুরু করেননি, তখন তিনিই প্রথম ব্যক্তি যিনি টেলিভিশনের জন্য তাঁর সাক্ষাৎকার নেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।