মেষ


সকাল থেকে মনের মধ্যে চাপ ও চঞ্চল ভাব থাকতে পারে। ব্যবসার দিকে ভাল আয়ের সম্ভাবনা। কোনও কাজের জন্য আজ সুনাম বাড়তে পারে। বাড়তি কোনও খরচ হতে পারে। আজ যে কোনও কারণে একটু অর্থ ব্যয় হতে পারে। কাজের ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথিকে নিয়ে বিবাদ। আজ কোনও কারণে মানসিক কষ্ট বাড়তে পারে।

বৃষ


কোনও অশান্তি মারামারি পর্যন্ত যেতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। ভ্রমণের জন্য অধিক ব্যয় বাড়তে পারে। বুদ্ধির ভুলে ব্যবসায় ক্ষতি। সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ। আইন সংক্রান্ত কোনও কাজে ভাল হতে পারে। পেটের কোনও কষ্ট বাড়তে পারে।

মিথুন


ব্যবসার দিকে কোনও উচ্চ ব্যক্তির জন্য উন্নতির সুযোগ আসতে পারে। শরীরের দিকে কোনও খরচ বাড়তে পারে। যে কোনও দিক দিয়ে আজ কিছু অর্থ আসতে পারে। স্নায়বিক রোগ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য ঋণ গ্রহণ।  প্রেমের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না। দুই চাকার কোনও গাড়ি থেকে সাবধান, বিপদ হতে পারে। ব্যবসার দিকে বাড়তি কোনও সুযোগ আসতে পারে।

কর্কট


সামান্য কারণে সংসারে বিবাদ বাধতে পারে। তীর্থস্থানে ভ্রমণের কোনও আলোচনা আজ হতে পারে। কোনও প্রয়োজনীয় কাজ আজ না করা ভাল। সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে। বাড়তি কোনও কথা থেকে বিবাদ। মনে আশার সঞ্চয়। ব্যবসার দিকে ভাল লাভ হাতছাড়া হতে পারে। মানসিক অশান্তি বাড়তে পারে। কোনও কাজের টাকা পেতে দেরি হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

সিংহ


বেকারদের জন্য চাকরির কোনও সন্ধান আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মান অভিমান বৃদ্ধি। নীতির দিক দিয়ে কোনও কাজ আজ কষ্ট দিতে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। বাড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। বিলাসিতার জন্য কোনও খরচ হতে পারে। বাড়তি কাজের জন্য আজ আপনি কোনও মূল্য পাবেন না। বন্ধু মহলে কোনও কারণে তর্ক বাধতে পারে। অার্থিক চাপ বৃদ্ধি। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক কষ্ট।

কন্যা


পেটের কোনও সমস্যার কারণে শরীরিক অবস্থার অবনতি। আইন সংক্রান্ত কোনও কাজের দিকে বাধা আসতে পারে। অধিক কথা বলবার জন্য কোনও বিবাদ বাধতে পারে। কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে। পেটের কোনও সমস্যা বৃদ্ধি। প্রেমের ব্যাপারে কোনও নতুন যোগাযোগ আসতে পারে। স্ত্রীর সঙ্গে মতের অমিল হতে পারে। শেয়ার বাজার নিয়ে কোনও চাপ বাড়তে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদের কারণে মানসিক কষ্ট। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

তুলা


আপনার দ্বারা আজ শক্তির অপপ্রয়োগ হতে পারে। আজ সকালের দিকে কোনও খরচ বাড়তে পারে। শিক্ষকদের জন্য কোনও শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে কোনও চাপ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মানসিক আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য মনে শান্তি মিলতে পারে। আর্থিক দিক থেকে চাপ থাকবে। কোমরের নীচে আঘাত লাগতে পারে। 

বৃশ্চিক


সকালের দিকে বাজে খাবারের জন্য পেটের সমস্যা বাড়তে পারে। কোনও মহিলার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। নেশা থেকে একটু দূরে থাকুন। ব্যবসার দিকে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে কোনও উন্নতির যোগ। আজ ব্যয় বাড়তে পারে। কোনও কাজে চেষ্টার ফল বৃথা হবে। শরীরের কোনও কষ্ট অবহেলা করবেন না। আইন সংক্রান্ত কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে।

ধনু


শত্রুর কারণে কোনও কলহ বাধতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট। ব্যবসার দিকে মনে একটু শান্তি পেতে পারেন। বিবাহের ব্যাপারে কোনও যোগাযোগ আসতে পারে আজ।  আজ একটু সাবধানে থাকুন, কোনও বিপদ হতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহ জীবনে কোনও সুখের খবর আসতে পারে। অর্থের ব্যাপারে কোনও সুবিধা হতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

মকর


আজ সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা। সারাদিন কোনও কাজে ব্যস্ত হতে হবে। চাকরির ক্ষেত্রে কোনও শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে কোনও তর্ক হওয়ার জন্য মন খারাপ। আজ ভ্রমণে কোনও বাধা আসতে পারে। সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মানসিক আনন্দ। খেলাধুলোর দিকে শুভ পরিবর্তন। পেটের কোনও সমস্যা বাড়বে। স্ত্রীর সঙ্গে অশান্তি অনেক দূর যেতে পারে।

কুম্ভ


ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। মা বাবার সঙ্গে কোনও ছোট কারণে তর্ক বাধতে পারে। ব্যবসার দিকে কোনও বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আসতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ বৃদ্ধি। অপরের কোনও উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে উন্নতির যোগ। সংসারের দিকে শান্তি বজায় থাকবে। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে। বাড়তি খরচ থেকে দূরে থাকুন।

মীন


আত্মীয়ের সঙ্গে অশান্তি মিটে যেতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও চাপ বাড়তে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। শরীর নিয়ে কোনও কষ্ট বৃদ্ধি। বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই বোনের মধ্যে সম্পত্তির ব্যাপারে বিবাদের যোগ। সম্মানহানি হতে পারে আজ। প্রেমের সম্পর্ক উন্নতির মুখ দেখতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। আজ কোনও ক্ষতির আশঙ্কা আছে। পুজোপাঠে মানসিক প্রশান্তি।