মুম্বই: আজ, ৩ এপ্রিল, ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ-র (Field Marshal Sam Hormusji Framji Jamshedji Manekshaw) ১০৯তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানালেন পর্দার 'মানেকশ' অর্থাৎ ভিকি কৌশল (Vicky Kaushal)। সোমবার বিশেষ পোস্ট করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 


মানেকশ-র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ভিকি কৌশলের


ইনস্টাগ্রামে ভিকি এদিন 'স্যাম মানেকশ'র মোশন পোস্টার শেয়ার করেন। ভিডিও শেয়ার করে তিনি লেখেন, '১০৯তম জন্মবার্ষিকীতে স্মরণে ফিল্ড মার্শাল স্যাম মানেকশ। জন্মানোর জন্য ধন্যবাদ।' একইসঙ্গে তিনি জানান প্রেক্ষাগৃহে স্যাম বাহাদুর মুক্তি পাবে ১ ডিসেম্বর, ২০২৩ সালে।


মেঘনা গুলজার পরিচালিত ও রনি স্ক্রুওয়ালার প্রযোজনায় এই ছবি তৈরি হচ্ছে। 'স্যাম বাহাদুর' ভারতের প্রথম যুদ্ধ নায়ক ও প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশর গল্প বলবে। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশলকে। সঙ্গে থাকবেন সানিয়া মলহোত্র (Sanya Malhotra) ও ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)।


 






ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ, ওরফে স্যাম বাহাদুর, ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময় মাত্র ১৩ দিনে পাকিস্তান সেনাবাহিনীকে কাবু করেছিলেন তাঁরা। প্রায় ৯৩ হাজার সেনা ও সরকার আত্মসমর্পণ করে। এই ছবির হাত ধরেই ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন 'দঙ্গল সিস্টার্স'।  সানিয়াকে দেখা যাবে স্যাম বাহাদুরের স্ত্রী সিল্লু মানেকশর চরিত্রে। অন্যদিকে ফাতিমা সানা শেখ অভিনয় করবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে।


 






আরও পড়ুন: Kisi Ka Bhai Kisi Ki Jaan: একইসঙ্গে চার শহরে মুক্তি পাচ্ছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর পোস্টার


প্রয়াত স্যাম মানেকশ ছিলেন দেশের প্রথম আর্মি অফিসার যাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। 'রাজি' ছবির পর এই ছবিতে দ্বিতীয়বার ভিকি কৌশল ও মেঘনা গুলজার একসঙ্গে কাজ করবেন।