নয়াদিল্লি: কথা রাখলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। কথা দিয়েছিলেন তাঁর ১০০ অনুরাগীকে মানালি ট্রিপে (Manali Trip) পাঠাবেন তিনি, সম্পূর্ণ খরচ (all expenses trip) অভিনেতার। সেই কথা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করলেন 'লাইগার' অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে তাঁর ১০০ অনুরাগীরা মানালির উদ্দেশে পাড়ি দিচ্ছেন। 


কথা রাখলেন বিজয় দেবেরাকোন্ডা


গত পাঁচ বছর ধরেই নিজের অনুরাগীদের জন্য সম্পূর্ণ নিজের খরচে বিশেষ ট্রিপের ব্যবস্থা করে আসছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এই উদ্যোগের তিনি নাম রেখেছেন 'দেবেরাসান্তা' (#Deverasanta)। এদিনের শেয়ার করা ভিডিওয় অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। 


বিজয় গতকাল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ওই ভিডিও শেয়ার করে লেখেন, 'কিউটেস্ট। আজ সকালের তাঁদের ফ্লাইট থেকে এই ভিডিওটা পাঠায় ওঁরা। তাঁরা পার্বত্য এলাকায় ছুটি কাটাতে পাড়ি দিয়ে দিয়েছে। গোটা দেশ থেকে ১০০ জন, খুব খুশি হয়েছি আমি।' ভিডিওয় সকলকে বিজয়ের নামে চিয়ার করতে শোনা যায়। 


 






প্রত্যেক বছরের মতো এবারও অভিনেতা বড়দিন ও নববর্ষ উপলক্ষ্যে অনুরাগীদের জন্য দুর্দান্ত উপহার নিয়ে আসেন। জানুয়ারি মাসে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা ঘোষণা করেন, 'আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের মধ্যে ১০০জনকে একটা সমস্ত খরচ দেওয়া ট্রিপে পাঠাব, খাওয়া, ঘোরা ও থাকা সব আমি দেব। আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোথায় তোমরা যেতে চাও এবং প্রত্যেক প্রান্তের মানুষ পাহাড় পছন্দ করেছেন, তো পাহাড়েই যাওয়া যাক।'


তিনি আরও বলেন, 'আমি তোমাদের মধ্যে ১০০ জনকে একটা ৫ দিনের মানালি ট্রিপে পাঠাচ্ছি। বরফে ঢাকা পর্বত দেখতে পারবেন। মন্দির, বৌদ্ধমঠ দেখবে এবং অজস্র অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে আমাদের! যদি তোমার বয়স ১৮-এর বেশি হয়, আমি দুঃখিত বয়স ১৮ প্লাস হতেই হবে, আর যদি আমাকে ফলো করেন, তাহলে সঙ্গের "দেবেরাস্যান্টা" গুগল ডকুমেন্ট ফর্ম ভরে ফেলো এবং আমরা তোমাাদের থেকে ১০০ জন বেছে নেব।'


 সেই অনুযায়ী গত ২ ফেব্রুয়ারি, নিজের সোশ্যাল মিডিয়াতেই তিনি ১০০ জনের নামের তালিকা প্রকাশ করেন। ১৭ তারিখ থেকে ট্রিপ শুরু হয়েছে, ফেরা ২০ ফেব্রুয়ারি। 


 






আরও পড়ুন: Heeramandi First Look: ওটিটিতে আত্মপ্রকাশ সঞ্জয় লীলা বনশালীর, প্রকাশ্যে 'হীরামান্ডি'র প্রথম লুক


প্রসঙ্গত, কর্মক্ষেত্রে, বিজয় দেবেরাকোন্ডার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাইগার'-এর প্যান ইন্ডিয়া ব্যাপক প্রচার করা হলেও তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ১০০ কোটিরও কম আয় করে এই ছবি। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন তিনি। এছাড়া তিনি পরবর্তী তেলুগু ছবি 'কুশি'র শ্যুটিং শুরু করবেন, সঙ্গে সামান্থা রুথ প্রভু।