নয়াদিল্লি: মঙ্গলবার মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বলিউডের তারকা অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় বিরক্তি প্রকাশ করে ট্যাগ করলেন মুম্বই পুলিশকে (Mumbai Police)। 'ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ'-এর (Invasion of Privacy) অভিযোগ তুলেছেন অভিনেত্রী। কেন?


মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আলিয়া


বাড়ির বারান্দায় থাকাকালীন চিত্রগ্রাহকদের ক্যামেরাবন্দি আলিয়া ভট্ট। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রেগে গেলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে মুম্বই পুলিশকে ট্যাগ করে জানালেন অভিযোগ। 


ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি শেয়ার করে লম্বা নোট লেখেন অভিনেত্রী। লেখেন, 'আপনারা কি মজা করছেন? আমি নিজের বাড়িতে একদম সাধারণ একটা দুপুর কাটাচ্ছিলাম নিজের লিভিং রুমে বসে, যখন হঠাৎ মনে হল কেউ যেন আমার ওপর নজর রাখছে... আমি তাকিয়ে দেখলাম আমার প্রতিবেশী বিল্ডিংয়ের ছাদে দুজন ব্যক্তি ঠিক আমার দিকে ক্যামেরা তাক করে রয়েছেন! কোন পৃথিবীতে এমন করা স্বাভাবিক ও গ্রহণযোগ্য?' মুম্বই পুলিশকে ট্যাগ করে অভিনেত্রী লেখেন, 'এটা কোনও মানুষের ব্যক্তিগত পরিসরে নোংরাভাবে ঢুকে পড়া এবং বলা ভাল সমস্ত সীমা ছাড়িয়ে যাওয়া হয়েছে।' ছবিতে দেখে মনে হচ্ছে নিজের ব্যালকনিতে বসে অভিনেত্রী সময় কাটাচ্ছিলেন যখন তাঁর অনুমতি ছাড়াই ছবি তুলে নেওয়া হয়েছে। 




অভিনেত্রীর এই পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তাঁর সমর্থনে এগিয়ে আসেন আলিয়ার বোন শাহিন ভট্ট ও অভিনেতা অর্জুন কপূর। পাশে দাঁড়িয়েছেন অনুষ্কা শর্মাও। 


অর্জুন কপূর লেখেন, 'একেবারে নির্লজ্জ। এক নারীর ক্ষেত্রে এটা সমস্ত সীমা লঙ্ঘন যখন সে নিজের বাড়িতেও সুরক্ষিত বোধ করছে না।'


আরও পড়ুন: Hera Pheri 3 Film: 'হেরা ফেরি ৩'-এর শ্যুটিং শুরু করলেন অক্ষয়-সুনীল-পরেশ? ট্যুইটারে উচ্ছ্বাস নেটিজেনদের


এই প্রথম কোনও তারকা নিজেদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের বিরুদ্ধে অভিযোগ করছেন এমন নয়। এর আগে রণবীর ও আলিয়া অনুরোধ করেছিলেন তাঁদের সদ্যজাত রাহার ছবি যেন না তোলেন পাপারাৎজিরা। 


অন্যদিকে, এদিন 'দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর মঞ্চে হাজির হয়েছিলেন নায়িকা। 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান। 'ব্রহ্মাস্ত্র: পার্ট ১'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রণবীর কপূর। স্বামীর অনুপস্থিতিতে সেই পুরস্কার নেন আলিয়াই। এছাড়া মুক্তির অপেক্ষায় আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। সেই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চনও। ছবির পরিচালনা করেছেন কর্ণ জোহর। এছাড়া আলিয়াকে দেখা যাবে ফারহান আখতার পরিচালিত 'জি লে জরা' ছবিতেও।