নয়াদিল্লি: ফের 'ডিপফেক' ভিডিওর (Deepfake Video) শিকার বলিউডের (Bollywood) অপর তারকা অভিনেত্রী। রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), কাজলের (Kajol) পর এবার এই ফাঁদের শিকার অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর 'আপত্তিকর' ভিডিও। কিন্তু এক্ষেত্রেও ভিডিওটিতে আসলে তিনি নন, অন্য কারও মুখে তাঁর মুখ বসানো হয়েছে। এই ঘটনা ফের উদ্বেগ বাড়াচ্ছে। 


এবার 'ডিপফেক' ভিডিওর শিকার আলিয়া ভট্ট


সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও। 'ডিপফেক' ভিডিওর শিকার হওয়া অভিনেত্রীদের তালিকায় এবার নয়া সংযোজন বলিউডের অপর প্রথম সারির অভিনেত্রী, আলিয়া ভট্ট। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মেয়ে নীল রঙের ফ্লোরাল কো-অর্ড সেট পরে ক্যামেরার দিকে তাকিয়ে নান অঙ্গভঙ্গী করছেন। সেই মহিলার মুখে বসানো হয়েছে আলিয়া ভট্টের মুখ। 


কিছুদিন আগেই, একটি কারচুপি করা ভিডিও ভাইরাল হয় যেখানে কাজলের মুখ ব্যবহার করা হয়েছিল। আসল ভিডিওয় ছিলেন ইনফ্লুয়েন্সার রোজি ব্রিন। তাঁর টিকটকে পোস্ট করা 'গেট রেডি উইথ মি'র অংশ সেই ক্লিপিং। অর্থাৎ এমনভাবে দেখানো হয় যে অভিনেত্রী ক্যামেরার সামনেই জামাকাপড় বদলাচ্ছেন। 


এই 'ডিপফেক' জালে প্রথম পড়েছিলেন রশ্মিকা মান্দানা। তারপর ক্যাটরিনা কাইফ, কাজল। এমনকী কিছুদিন আগেই সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরও এই ফাঁদে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তিনি সরবও হয়েছিলেন এই বিষয়ে। 


আরও পড়ুন: Dev-Rukmini: তুষারপাত, গরম চা আর অবসরযাপন... কাচের ওপার থেকে দেবকে ফ্রেমবন্দি করলেন রুক্মিণী?


অন্যদিকে, আপাতত কাজের ক্ষেত্রে, আলিয়া ভট্ট এখন একটি অ্যাকশন ছবির শ্যুটিং সারছেন। নাম 'জিগরা'। বাসান বালা পরিচালিত এই ছবির যৌথ প্রযোজক আলিয়া ও কর্ণ জোহর। শেষ তাঁকে দেখা গিয়েছিল কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে রণবীর সিংহের বিপরীতে। 


এর আগে রশ্মিকার 'ডিপফেক' ভিডিও কাণ্ডে দিল্লি পুলিশের তরফে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি 'ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট' (First Information Report) মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে। দিল্লি পুলিশের তরফে বলা হয়, 'রশ্মিকা মান্দানার ডিপফেক এআই-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে, ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে এবং তদন্ত শুরু করা হয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y