কলকাতা: মা আর মেয়ে বোধহয় সবচেয়ে ভাল বন্ধু হয়। আর সেই বন্ধুত্ব বোধহয় শুরু হয় ছোটবেলা থেকেই। সে তারকা হোক আর সাধারণ মানুষ, মা-মেয়ের সম্পর্ক যেন একইরকম থাকে। সদ্য পোস্ট করা আলিয়া ভট্ট (Alia Bhatt) ও ছোট্ট রাহার ছবি যেন মনে করিয়ে দিল সেই কথাই। সদ্য, ছোট্ট রাহার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বলিউডের 'গাঙ্গু'। সেখানে অবশ্য স্পষ্ট নয় রাহার মুখ। মায়ের সঙ্গে মন দিয়ে একটি বই 'পড়ছে' ছোট্ট রাহা!


নাহ.. পড়া নয়। সম্ভবত বই পড়ছেন আলিয়া, শিক্ষা দিচ্ছেন মেয়েকে। তবে চোখে পড়ার মতো সেই বইয়ের ক্যাপশন। সেখানে লেখা, 'বেবি, বি কাইন্ড'। অর্থাৎ, 'শিশু, তুমি দয়ালু হও'। যতই ব্যস্ততা থাকুক, কেরিয়ার গুরুত্ব পাক.. ছোট্ট রাহার জন্য এভাবেই যেন সময় বের করে নেন আলিয়া। তাকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য। সোশ্যাল মিডিয়ায় আলিয়ার পোস্ট করা এই ছবিতে শুভেচ্ছা, ভালবাসা জানিয়েছেন অনেকেই। লিখেছেন, কেরিয়ার সামলেও আলিয়ার এভাবে খুদের সঙ্গে সময় কাটানো সত্যিই শিক্ষণীয়।


সদ্য মেট গালার মঞ্চে শাড়ি লুকে তাক লাগিয়ে দিয়েছিলেন আলিয়া। সব্যসাচীর বোনা শাড়ি পরেছিলেন তিনি। ২৩ ফুট আঁচলের লম্বা একটি শাড়ি পরেছিলেন আলিয়া। গোটা শাড়িতেই ছিল সূক্ষ ফুলের কাজ। মাথায় আনকাট হীরের হেডসেট পরেছিলেন আলিয়া। শোনা গিয়েছে ১৯৫৬ ঘণ্টা ধরে, হাতে বুনে বুনে ১৬৩ জন মিলে তৈরি করেছেন আলিয়ার এই শাড়িটি।


নিজের সাজ নিয়ে আলিয়া বলেছিলেন, তিনি চেয়েছিলেন ভারতীয় ঐতিহ্যকে মেট গালার মঞ্চে তুলে ধরতে। আর ভারতীয় ঐতিহ্যে শাড়ির থেকে বেশি সুন্দর পোশাক আর কিছু নেই বলে মনে করতেন আলিয়া। মেট গালার থিমকে মাথায় রেখেই শাড়ির থিম বেছেছিলেন আলিয়া। গোটা শাড়িতে ছিল ফুলের কাজ।


 






আরও পড়ুন: Prosenjit-Rituparna: কনের সাজে প্রথম দেখা, ঋতুর সঙ্গে আলাপ করে মনে হয়েছিল, বাচ্চা মানুষ করতে হবে: প্রসেনজিৎ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।